আমাদের সম্পর্কে...

Our MissioN

সম্মানিত পাাঠক,

ইতিহাসের ছাত্র হিসেবে বাংলায় একটি পরিপূর্ণ ইতিহাস নির্ভর Website এর সন্ধান করেছি দীর্ঘদিন। কিন্তু বাংলা ভাষায় যে সকল Website  আছে সেখানে খুব অল্প সংখ্যক Website এ ইতিহাস নিয়ে আলোচনা আছে। অপরদিকে ঐসব Website এ অন্যান্য বিষয়াবলী নিয়েও আলোচনা রয়েছে। আর তাই সেখান থেকে শুধু ইতহাস সম্পর্কে জানার সুযোগ খুব বলেই আমাদের মনে হয়েছে। আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা চেষ্টা করেছি এমন একটা Website তৈরি করতে যেখানে শুধু ইতিহাস বিষয়ে আলোচনা থাকবে। যেখান থেকে ইতিহাসের ছাত্রছাত্রীরাসহ জ্ঞানপিপাসু যে কেউই বস্তুনিষ্ঠ ইতিহাস সম্পর্কে জানতে পারবে বলেই আমাদের বিশ্বাস।

 

সম্মানিত পাাঠক,

এই Website টি তৈরির পশ্চাতে আমাদের কিছু উদ্দেশ্য আছে। যেমন-

– এমন একটি Website এর উন্নয়ন করা যেখানে শুধু ইতিহাস বিষয়েই আলোচনা থাকবে।  

– জ্ঞানপিপাসুদের জন্য বস্তুনিষ্ঠ ইতিহাস সরবরাহ করা।

– ইতিহাসের ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় ও ব্যবহারযোগ্য তথ্য সরবরাহ নিশ্চিত করা।

Our Core Values

– সম্পূর্ন ইতিহাস নির্ভর একটি Website এর উন্নয়নের চেষ্টা করা।

– বস্তুনিষ্ঠ ইতিহাস তুলে ধরার চেষ্টা করা।

error: Content is protected !!
Scroll to Top