ইংল্যান্ডের ইতিহাস (1485 থেকে 1945)

শেয়ার করুন

ইংল্যান্ডের ইতিহাস (1485 থেকে 1945)

 

সপ্তম হেনরির পূর্ব নাম কী?

~ হেনরি টিউডর।

টিউডর বংশের প্রতিষ্ঠাতা কে?
টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা কে?

~ রাজা সপ্তম হেনরি।

টিউডর রাজবংশ কত সালে প্রতিষ্ঠিত হয়?

~ 1485 সালে।

সামন্ত প্রভুদের দমনের জন্য প্রতিষ্ঠিত বিশেষ আদালতের নাম কী ছিল?

~ স্টার চেম্বার কোর্ট।

স্টার চেম্বার কোর্ট কে প্রবর্তন করেন?

~ রাজা সপ্তম হেনরি।

গোলাপের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

~ 1455-1485 খ্রিস্টাব্দে।

গোলাপের যুদ্ধ কত খ্রিস্টাব্দে শেষ হয়?

~ 1485 খ্রিস্টাব্দে।

গোলাপের যুদ্ধে অংশগ্রহণকারী দুইটি রাজবংশের নাম লিখ।

~ ল্যাঙ্কাস্টার বংশ ও ইয়র্ক বংশ।

‘Act of Supremacy’ কে চালু করেন?

~ রাজা অষ্টম হেনরি।

অ্যাক্ট অব সুপ্রেম্যাসী কী?

~ একটি আইন, যার মাধ্যমে রাজা চার্চের সর্বময় ক্ষমতার অধিকারী হন।

‘এ্যাক্ট অব সুপ্রিম্যাসি’ দ্বারা রাজার কোন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়?
‘Act of Supremacy’ দ্বারা রাজার কোন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়?

~ চার্চের উপর রাজার সর্বময় ক্ষমতা।

প্রিভি কাউন্সিল কী?

~ সপ্তম হেনরির সময়ে ব্রিটেনের উচ্চতম আদালত।

কোর্ট অব হাই কমিশন কী?

~ ধর্মীয় বিষয় সম্পর্কিত আদালত।

স্টার চেম্বার কোর্ট কে প্রতিষ্ঠা করেন?

~ সপ্তম হেনরি।

লিভারি (Livery) কী?
লিভারী কী?

~ রিটেইনাররা তাদের স্ব স্ব প্রভুর বিশিষ্ট প্রতীকের যে পোশাক পরিধান করতো তাকে লিভারি বলা হতো।

ফ্রান্সিস বেকন কে ছিলেন?

~ ইংরেজ দার্শনিক ও প্রবন্ধকার।

অষ্টম হেনরীর মঠ উচ্ছেদের প্রধান উপদেষ্টা কে ছিলেন?
অষ্টম হেনরির মঠ উচ্ছেদের প্রধান সহায়ক কে ছিলেন?

~ টমাস ক্রমওয়েল।

‘বয় ব্যাচেলর’ নামে কে পরিচিত ছিলেন?

~ টমাস উলসি।

টমাস উলসী কে ছিলেন?

~ ইংল্যান্ডের শ্রেষ্ঠ যাজক, কূটনীতিবিদ ও রাজনীতিবিদ।

কে ইংল্যান্ডে শক্তিসাম্য নীতি প্রবর্তন করেন?

~ টমাস উলসি।

পঞ্চম চার্লস কে ছিলেন?

~ স্পেনের রাজা।

‘নিউ টেস্টামেন্ট’ এর রচয়িতা কে?

~ পন্ডিত ইরাসমাস।

‘ইউটোপিয়া’ গ্রন্থের রচয়িতা কে?
‘Utopia’ গ্রন্থের রচয়িতা কে?

~ স্যার টমাস ম্যুর।

ফেইরী কুইন কে রচনা করেন?

~ আর্ল স্পেনসার।

‘প্রোটেস্ট্যান্ট’ মতবাদের প্রবর্তক কে?
‘প্রোটেস্ট্যান্ট’ ধর্মমতের প্রতিষ্ঠাতা কে?

~ মার্টিন লুথার।

মার্টিন লুথার কে ছিলেন?

~ জার্মানিতে খ্রিস্টধর্ম আন্দোলনের নেতা যিনি প্রোটেস্ট্যান্ট মতবাদের প্রবর্তক ছিলেন।

‘Act of Annates’ দ্বারা রাজার কোন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়?

~ রাজা কর্তৃক পোপের কাছে পাঠানো কর রহিতকরণ আইন।

‘এ্যাক্ট অব এ্যানেটস’ কী?

~ যাজকদের যাজক পদ গ্রহণের পর প্রথম বছরের আয়ের অর্থ পোপকে দিতে হতো। এটি বাতিল করার আইনই হলো এ্যাক্ট অব এ্যানেটস (1532 সাল)।

স্টুয়ার্ট রাজবংশের প্রতিষ্ঠাতা কে?

~ রাজা প্রথম জেমস।

স্টুয়ার্ট রাজবংশ কত সালে প্রতিষ্ঠিত হয়?

~ 1603 সালে।

রাজা জেমস-এর প্রতিষ্ঠিত রাজবংশ কি নামে পরিচিত?

~ স্টুয়ার্ট রাজবংশ।

‘গ্রেট ব্রিটেন’ বলতে কী বুঝায়?

~ ইংল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে সম্মিলিতভাবে গ্রেট ব্রিটেন বলা হয়।

‘শ্রেষ্ঠ পণ্ডিতমূর্খ’ নামে কে পরিচিত ছিল?
 ‘খ্রিস্টান জগতের শ্রেষ্ঠ পণ্ডিতমূর্খ’ বলা হতো কাকে?

~ রাজা প্রথম জেমস।

‘পিলগ্রিম ফাদার্স’ কী?

~ প্রথম জেমসের অত্যাচারে যেসব পিউরিটানরা দেশ ত্যাগ করে আমেরিকায় গমণ করে ধর্ম রক্ষার চেষ্টা করে তাদেরকে পিলগ্রিম ফাদার্স বলা হয়।

‘স্পেনিশ আর্মাডা’ কী?

~ স্পেনের সুবিশাল নৌবহর।

ইম্পিচমেন্ট কী?

~ ইম্পিচমেন্ট বা অভিশংসন হলো অপরাধ বা অসদাচরণের অভিযোগ আনা। এটি একটি রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বিচার করে দায়িত্ব থেকে অপসারণ করা হয়।

লং পার্লামেন্ট কী?
‘The Long Parliament’ বলতে কী বুঝ?

~ চার্লস অর্থ সংকট নিরসনের জন্য 1640 সালের নভেম্বর মাসে যে পার্লামেন্ট আহ্বান করেন তা 1660 সাল পর্যন্ত স্থায়ী হয় বলে একে Long Parliament বা দীর্ঘ পার্লামেন্ট বলা হয়।

দীর্ঘ পার্লামেন্ট কত বছর স্থায়ী হয়েছিল?

~ প্রায় 20 বছর (1640 থেকে 1660)।

ইংল্যান্ডের কোন রাজাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল?
ইংল্যান্ডে কোন রাজাকে শিরশ্ছেদ করা হয়?

~ প্রথম চার্লস।

ভার্জিন কুইন কাকে বলা হয়?

~ রানি প্রথম এলিজাবেথকে।

রেস্টোরেশন (The Restoration) কী?

~ স্টুয়ার্ট রাজবংশের বা রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ইংল্যান্ডের ইতিহাসে রেস্টোরেশন নামে অভিহিত।

রেস্টোরেশনের ফল কী ছিল?

~ রেস্টোরেশনের ফলে রাজতন্ত্রের প্রতি ঘৃণার স্থলে রাজার প্রতি আন্তরিক আনুগত্য পুনঃপ্রতিষ্ঠিত হয়।

‘বেয়ারবোন পার্লামেন্ট’ কী?

~ রাম্প পার্লামেন্ট ভেঙ্গে যাওয়ার পর ক্রমওয়েল 1653 সালের জুলাই মাসে তার মনোনীত 140 জন গণ্যমান্য পিউরিটানদের একটি সভা আহ্বান করেন। উক্ত সভার সদস্যদের মধ্যে একজনের নাম ছিল বেয়ারবোন, তারই নামানুসারে এ সভার নামকরণ করা হয়।

দ্বিতীয় জেমস এর পিতার নাম কী?

~ প্রথম চার্লস।

1688 সাল বিখ্যাত কেন?

~ কারণ 1688 সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়।

গৌরবময় বিপ্লব কত সালে সংঘটিত হয়?

~ 1688 সালে।

ইনকুইজিশন কী?

~ ধর্মীয় বিষয় সংক্রান্ত আদালত।

ত্রিশবর্ষব্যাপী যুদ্ধ কত সালে শুরু হয়?

~ 1618 সালে।

রাজা প্রথম জর্জ এর প্রতিষ্ঠিত রাজবংশ কী নামে পরিচিত?

~ হ্যানোভার রাজবংশ।

ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী বলে পরিচিত কে?
ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী কে?

~ রবার্ট ওয়ালপোল।

ইংল্যান্ডে কেবিনেট প্রথার প্রচলন করেন কে?

~ রবার্ট ওয়ালপোল (এসময় রাজা ছিলেন প্রথম জর্জ)।

নেপোলিয়ান বোনাপার্ট কে ছিলেন?

~ ফ্রান্সের সম্রাট।

ওয়াটার ল্যুর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

~ 1815 সালে।

1832 সালে সংস্কার আইন কার নেতৃত্বে পাস হয়?

~ প্রধানমন্ত্রী লর্ড গ্রে।

ইংল্যান্ডের শ্রমিক আন্দোলন কী আন্দোলন নামে খ্যাত?

~ চার্টিস্ট আন্দোলন।

ডিজরেলী কতবার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হন?

~ 2 বার।

গ্ল্যাডস্টোন কে ছিলেন?

~ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী।

লয়েড জর্জ কে ছিলেন?

~ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী।

প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ইংল্যান্ডের রাজা কে ছিলেন?

~ পঞ্চম জর্জ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?

~ উইনস্টন চার্চিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত তারিখে?

~ 1939 সালের 1 সেপ্টেম্বর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কখন?

~ 1945 সালে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top