বাংলার ইতিহাস (1204-1765)  

শেয়ার করুন

বাংলার ইতিহাস (1204-1765)

 

‘কিরান-উস-সাদাইন’ গ্রন্থের রচয়িতা কে?
‘কিরান উস সাদাইন’ কে রচনা করেন?

~ আমির খসরু।

‘তাবাকাৎ-ই-নাসিরী’ গ্রন্থের রচয়িতা কে?

~ মিনহাজ-ই-সিরাজ।

‘তাবাকাৎ-ই-নাসিরী’ বিখ্যাত কেন?

~ কারণ এখানে বিভিন্ন শাসকদের কথা তুলে ধরা হয়েছে।

কোন গ্রন্থে ইলিয়াস শাহকে ‘শাহ-ই-বাঙ্গালাহ’ নামে উল্লেখ করা হয়েছে?

~ তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থে।

কোন ঐতিহাসিক তার গ্রন্থে ইলিয়াস শাহকে ‘শাহ-ই-বাঙ্গালাহ’ নামে উল্লেখ করেছেন?

~ মিনহাজ-ই-সিরাজ-আফিফ তার তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থে।

কোন মুসলিম সেনাপতি বাংলায় প্রথম মুসলিম শাসনের গোড়াপত্তন করেন?
কে প্রথম বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন?

~ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি।

লামা তারানাথ কে?

~ একজন তিব্বতীয় সন্ন্যাসী ও লেখক।

‘রিয়াজ-উস-সালাতীন’ গ্রন্থের রচয়িতা কে?

~ গোলাম হোসেন সলিম ।

বখতিয়ার খলজী কোথায় জন্মগ্রহণ করেন?

~ আফগানিস্তানের গরমশির বা আধুনিক দশত-ই-মার্গে।

বখতিয়ার খলজী কখন বাংলা জয় করেন?

~ 1204 সালে।

কোন পথ দিয়ে বখতিয়ার খলজী বাংলায় প্রবেশ করেন?
বখতিয়ার খলজী কোন অঞ্চলের মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন?

~ ঝাড়খন্ডের জঙ্গলাকীর্ণ পথ দিয়ে।

বখতিয়ার খলজীর বাংলা বিজয়ের সময় বাংলার রাজা কে ছিলেন?
বখতিয়ার খলজীর নদীয়া জয়ের সময় বাংলার রাজা কে ছিলেন?

~ লক্ষণ সেন।

বাংলার মুসলিম শাসকদের মধ্যে কে নৌবাহিনীর গোড়াপত্তন করে?
বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন?

~ সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজী।

‘মালিক উশ-শারক’ শব্দের অর্থ কী?

~ পূর্বাঞ্চলের অধিপতি।

গোলাম হোসেন সলিম রচিত বিখ্যাত গ্রন্থের নাম কী?

~ রিয়াজ-উস-সালাতীন।

বাংলায় স্বাধীন সুলতানীর কে সূচনা করেন?
বাংলায় স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন?

~ ফখরুদ্দিন মোবারক শাহ।

ইবনে বতুতা কে ছিলেন?

~ মরক্কোর পরিব্রাজক (পর্যটক)।

ইবনে বতুতার ভ্রমন কাহিনীমূলক গ্রন্থের নাম কী?

~ কিতাব-উল-রেহেলা।

ইবনে বতুতার বাংলায় আগমণকালে বাংলার সুলতান কে ছিলেন?

~ ফখরুদ্দিন মোবারক শাহ।

ইবনে বতুতা কত সালে বাংলা ভ্রমনে আসেন?

~ 1346 সালে।

‘মনসা মঙ্গল’ কাব্যের রচয়িতা কে?

~ কানা হরিদত্ত, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই প্রমুখ।

‘আইন-ই-আকবরী’ গ্রন্থটির রচয়িতা কে?
আইন-ই-আকবরীর রচয়িতা কে?

~ আবুল ফজল।

বাংলায় ইলিয়াসশাহী বংশের প্রতিষ্ঠাতা কে?

~ শামসুদ্দিন ইলিয়াস শাহ।

‘শাহ-ই-বাঙ্গালা’ কার উপাধি?
‘শাহ-ই-বাংলা’ কার উপাধি?

~ শামসুদ্দিন ইলিয়াস শাহের।

‘ভাঙরা’ কার উপাধি?

~ শামসুদ্দিন ইলিয়াস শাহের।

‘একডালা দূর্গ’ কোথায় অবস্থিত ছিল?

~ দিনাজপুরে।

পাণ্ডুয়ার ‘আদিনা মসজিদ’ কে নির্মাণ করেন?

~ সিকান্দার শাহ।

পাণ্ডুয়ার ‘আদিনা মসজিদ’ কোথায় অবস্থিত?

~ পাণ্ডুয়া (কলকাতা)।

বাংলার কোন সুলতানের সাথে পারস্যের কবি হাফিজের যোগাযোগ ছিল?

~ সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের।

‘গুণরাজ খান’ কার উপাধি?

~ মালাধর বসু।

‘দনুজমর্দন’ কার উপাধি?

~ রাজা গণেশের উপাধি।

রাজা গণেশের জমিদারি কোথায় ছিল?

~ দিনাজপুরের অর্ন্তগত ভাতুরিয়ায়।

রাজা গণেশ কে ছিলেন?

~ দিনাজপুরের অর্ন্তগত ভাতুরিয়া অঞ্চলের জমিদার ছিলেন।

মাহুয়ান কে ছিলেন?

~ চৈনিক পরিব্রাজক (চীনা পর্যটক)।

আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী কোথায় ছিল?

~ একডালায়।

কোন সুলতান বৈষ্ণব ধর্মের পৃষ্ঠপোষকতা করেন?

~ আলাউদ্দিন হোসেন শাহ।

‘নৃপতি তিলক’ উপাধি কার?

~ আলাউদ্দিন হোসেন শাহের।

গৌড়ের ‘ছোট সোনা মসজিদ’ কে নির্মাণ করেন?

~ আলাউদ্দিন হোসেন শাহ।

ইয়ামিন আল-খিলাফত শব্দের অর্থ কী?

~ সাম্রাজ্যের দক্ষিণ হস্ত।

চৈতন্যদেব কে ছিলেন?

~ চৈতন্যদেব একজন বিজ্ঞ সাধক এবং তিনি বাংলায় ধর্ম ও সমাজ জীবনে ব্যাপক সংস্কার সাধন করেন।

বৈষ্ণব ধর্মের শেষ্ঠ প্রচারক ছিলেন?

~ শ্রী চৈতন্যদেব।

কৃষ্ণদাস কবিরাজ রচিত গ্রন্থটির নাম কী?

~ চৈতন্য চরিতামৃত।

সুফীবাদ কী?

~ সুফিবাদ একটি ইসলামি আধ্যাত্মিক দর্শন। আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনই হলো এই দর্শনের মর্মকথা।

সূফিবাদের উৎস কী?

~ কুরআন ও হাদীস।

গুরু নানক কে ছিলেন?

~ শিখ ধর্মের প্রবর্তক।

বলগাকপুর শব্দের অর্থ কী?

~ বিদ্রোহের নগরী বা গোলযোগপূর্ণ দেশ।

হিমু কে ছিলেন?

~ আদিল শাহের সেনাপতি।

কোন যুগকে বাংলার ইতিহাসের গৌরবোজ্জ্বল যুগ বলা হয়?

~ হোসেন শাহী যুগকে।

বাংলা কখন আফগান শাসনের অধীনে এসেছিল?

~ 1538 সালে।

বার ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর কে ছিলেন?

~ ঈসা খান।

ঈশা খান কে ছিলেন?

~ বার ভুঁইয়াদের প্রধান নেতা।

মানসিংহ কে ছিলেন?

~ সম্রাট আকবরের সেনাপতি।

রাজমহলের যুদ্ধ কখন সংঘঠিত হয়?

~ 1576 সালে।

সম্রাট হুমায়ুন গৌড় দখল করে এর নাম কী রাখেন?

~ জান্নাতাবাদ।

সম্রাট হুমায়ুন কখন গৌড় দখল করেন এবং এর নাম কী রাখেন?

~ 1538 সালে, জান্নাতাবাদ।

কোন সুবেদার ঐতিহ্যবাহী ঢাকা নগরীর গোড়াপত্তন করেন?
কোন সুবেদার ঢাকা নগরীর প্রতিষ্ঠা করেন?

~ সুবেদার ইসলাম খান।

ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন?

~ 1610 সালে।

মুঘল আমলে সুবার প্রধান প্রশাসক কে ছিলেন?
মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কী ছিল?

~ সুবাদার।

সুবাদার নিযুক্ত করতেন কে?

~ সম্রাট নিজে।

মীর জুমলা কে ছিলেন?

~ সম্রাট আওরঙ্গজেবের সময় বাংলার সুবাদার।

মীর জুমলা কোথায় মারা যান?

~ নারায়ণগঞ্জের নিকট খিজিরপুরে।

পরিবিবি কে ছিলেন?

~ সুবাদার শায়েস্তা খানের কন্যা।

পরিবিবির সমাধি সৌধ কোথায় অবস্থিত?

~ লালবাগ কেল্লায়।

কারা ‘মগ’ হিসেবে পরিচিত?

~ আরাকান জলদস্যুরা।

বাংলার প্রথম নবাব কে ছিলেন?

~ মুর্শিদকুলী খান।

মালজামিনী প্রথা কে প্রবর্তন করেন?
মালজামিনী ব্যবস্থা কে চালু করেন?

~ মুর্শিদকুলী খান।

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কত খ্রিস্টাব্দে বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কবে বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেন?

~ 1651 খ্রিস্টাব্দে (হুগলিতে)।

পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়?
কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল?

~ ভাগীরথী।

বাংলার শেষ স্বাধীন নবাব কে?

~ নবাব সিরাজউদ্দৌলা।

সিরাজউদ্দৌলা কার দৌহিত্র ছিলেন?

~ নবাব আলীবর্দী খানের।

অন্ধকূপ হত্যা কী?

~ ব্রিটিশ নাগরিক হলওয়েল কর্তৃক নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গে 123 জন ইংরেজকে হত্যার মিথ্যা প্রচার কাহিনী।

অন্ধকূপ হত্যা কাহিনী কে রচনা করেন?
‘অন্ধকূপ হত্যা’ কাহিানর প্রচারক কে?

~ হলওয়েল।

মীর জাফর কে ছিলেন?

~ নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি।

পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
পলাশীর যুদ্ধের তারিখ লিখ।

~ 1757 সালের 23 জুন।

নবাব মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন?

~ বিহারের মুঙ্গেরে।

মীর কাশিম কে ছিলেন?

~ মীর জাফরের জামাতা।

বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

~ 1764 সালে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top