ইতিহাস পরিচিত
ঐতিহাসিক কারা?
~ যিনি বা যারা ইতিহাস রচনা করেন।
বাংলায় ইতিহাস শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
~ সংস্কৃত শব্দ ‘ইতিহ’ থেকে।
ইতিহাস শব্দের ইংরেজি প্রতিশব্দ ‘History’ কোন ভাষার শব্দ?
~ গ্রিক ভাষার শব্দ।
ইংরেজি ‘History’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
~ গ্রিক শব্দ ‘Historia’ থেকে।
‘Historia’ শব্দের অর্থ কী?
~ সত্যানুসন্ধান বা গবেষণা।
Historiography এর বাংলা অর্থ কী?
~ ইতিহাস তত্ত্ব বা ইতিহাস চর্চা।
তথ্য বলতে কী বুঝায়?
~ বাস্তব কোনো ঘটনা পর্যবেক্ষণ করে প্রাপ্ত কোনো বিবরণকে বোঝায়।
‘History’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
~ হেরোডোটাস।
‘ইতিবৃত্ত’ গ্রন্থটি কে রচনা করেন?
~ হেরোডোটাস।
ইতিহাসের জনক কে?
~ গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।
পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থের নাম কী?
~ The Histories যেটির রচয়িতা হেরোডোটাস।
হেরোডোটাস তার ইতিবৃত্তে কোন যুদ্ধের বিবরণ দিয়েছেন?
~ গ্রিক ও পারস্যের মধ্যকার যুদ্ধের।
বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় কাকে?
~ থুকিডাইডিস
‘Res Gestae’ শব্দের অর্থ কী?
~ মানুষের অতীত কর্মকাণ্ড।
নিমিত্তবাদ এর ইংরেজি শব্দ কী?
~ Determinism.
বর্তমান বিশ্বে কোন ধরণের কালপঞ্জি ব্যবহৃত হয়?
~ গ্রেগরিয়ান কালপঞ্জি।
সর্বপ্রথম কারা ইতিহাস চর্চা শুরু করেছিলেন?
~ গ্রিকরা।
কোন দেশে সর্বপ্রথম ইতিহাসের উৎপত্তি হয়েছে?
~ গ্রিসে।
ইতিহাসের কালবিভাজন কয়টি ভাগে বিভক্ত?
~ তিন ভাগে।
‘Historical Chronology’ অর্থ কী?
~ কালানুক্রমিক ইতিহাস।
মানবসভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর-
~ লৌহ যুগ।
প্রাচীনকালে অর্থনীতির মূল উৎস কী ছিল?
~ কৃষি।
প্রস্তর যুগ কত ভাগে বিভক্ত?
~ তিন ভাগে।
‘Palaeolithic age’ এর অর্থ কী?
~ প্রাচীন প্রস্তর যুগ।
‘Mesolithic age’ এর অর্থ কী?
~ মধ্য প্রস্তর যুগ।
‘Neolithic Age’ এর অর্থ কী?
~ নব্য প্রস্তর যুগ।
নব্য প্রস্তর যুগকে নবোপলীয় বিপ্লব নামে অভিহিত করেছেন কে?
~ ভি. গর্ডন চাইল্ড।
নবোপলীয় যুগের প্রধান আবিষ্কার কী?
~ ধাতুর ব্যবহার।
‘Eolithic Age’ এর অর্থ কী?
~ পুরোপলীয় যুগের পূর্ববর্তী যুগ।
আরও পড়ুন: স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস
B.C এর পূর্ণরূপ কী?
~ Before Christ (যিশুখ্রিষ্টের জন্মের পূর্ববর্তী সময়কাল বা খ্রিষ্টপূর্ব)।
AD এর পূর্ণরূপ কী?
~ Anno Domini (ঈশ্বরের বছর বা খ্রিস্টাব্দ) ।
‘প্রতিকূলতা বা মোকাবিলা’ তত্ত্বের প্রবক্তা কে?
~ আরনল্ড টয়েনবি।
‘A Study of History’ গ্রন্থটির লেখক কে?
~ আরনল্ড টয়েনবি।
‘A History of Decline and Fall of the Roman Empire’ গ্রন্থটির রচয়িতা কে?
~ এডওয়ার্ড গিবন।
‘হায়ারোগ্লিফিক’ কী?
~ মিশরীয় লিপি।
‘হায়ারোগ্লিফিক’ লিখন পদ্ধতি কোথায় প্রথম আবিষ্কার হয়েছিল?
~ মিশরে।
কোন দেশ নীলনদের দান?
~ মিশর।
“ইতিহাস একটি বিজ্ঞান, এর কমও নয়, বেশিও নয়।” -উক্তিটি কার?
~ J.B. Bury
ইতিহাসের বিষয়বস্তু কী?
~ ইতিহাসের বিষয়বস্তু হলো মানুষ।
গবেষণা অর্থ কী?
~ গবেষণার ইংরেজি Research যার বাংলা অর্থ পুনঃঅনুসন্ধান।
ইতিহাসের উৎস কত প্রকার?
~ দুই প্রকার। যথা- লিখিত উৎস ও অলিখিত উৎস।
অলিখিত উপাদানের উদাহরণ দাও।
~ জীবাষ্ম, হাড়গোড়, যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র, সৌধমালা, মুদ্রা, শিলালিপি, আসবাবপত্র ইত্যাদি।
লিখিত উপাদানের উদাহরণ দাও।
~ পান্ডুলিপি, চুক্তিপত্র, দিনলিপি, জীবনীগ্রন্থ, পুস্তক, দলিলপত্র ইত্যাদি।
‘What is History’ গ্রন্থটির রচয়িতা কে?
~ E. H. Carr
প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক কে?
~ কলহন।
ভারতীয় সাহিত্যে প্রথম ইতিহাসের মর্যাদা পাওয়া গ্রন্থটি কি?
~ রাজতরঙ্গিনী ।
‘রাজতরঙ্গিনী’ গ্রন্থের রচয়িতা কে?
~ কলহন।
‘The Confession’ কোন ধরণের গ্রন্থ?
~ আত্মচরিতমূলক গ্রন্থ।
‘City of God’ গ্রন্থটি কে লিখেছেন?
~ সেন্ট অগাস্টিন।
‘তারিখ-ই-ফিরোজশাহী’ গ্রন্থের রচয়িতা কে?
~ জিয়াউদ্দিন বারানি।
জিয়াউদ্দিন বারানি ইতিহাসকে কি বলে অভিহিত করেছেন?
~ জিয়াউদ্দিন বারানি ইতিহাসকে বিজ্ঞানের রানি বলে অভিহিত করেছেন।
‘Kitab-ul-Ibar’ গ্রন্থের রচয়িতা কে?
~ ইবনে খালদুন।
‘আল-মুকাদ্দিমা’ কী?
~ ইবনে খালদুন রচিত একটি গ্রন্থ।
মধ্যযুগের দু’জন ভারতীয় ঐতিহাসিকের নাম লিখ।
~ জিয়াউদ্দিন বারানি ও ইবনে খালদুন।
আরও পড়ুন: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (1258 পর্যন্ত)
‘আসাবিয়াহ’ শব্দের অর্থ কী?
~ সংহতি, দলানুভূতি।
‘আকবর নামা’ গ্রন্থের রচয়িতা কে?
~ আবুল ফজল।
আবুল ফজল কোন দেশের ঐতিহাসিক?
~ ভারতের।
সম্রাট আকবরের সভায় কাকে হেরোডোটাস নামে অভিহিত করা হয়?
~ আবুল ফজলকে।
বঙ্গাব্দ প্রচলন করেন কে?
~ সম্রাট আকবর।
লিওপোল্ড ফন রাংকে কোন দেশের ঐতিহাসিক?
~ জার্মানির।
আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কে?
আধুনিক ইতিহাসের জনক কে?
~ লিওপোল্ড ফন র্যাংকে।
‘Das Capital’ এবং ‘Communist Manifesto’ গ্রন্থ দুটির রচয়িতা কে?
~ কার্ল মার্কস।
কার্ল মার্কস কোন দেশের নাগরিক?
~ জার্মানির।
বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়?
~ কার্ল মার্কসকে।
‘ঐতিহাসিক বস্তুবাদ’ কার মতবাদ?
~ কার্ল মার্কসের।
‘Outline of History’ গ্রন্থটির লেখক কে?
~ কোঁর্দোস।
“ইতিহাস হচ্ছে অতীতের রাজনীতি, আর রাজনীতি হচ্ছে বর্তমানের ইতিহাস” -উক্তিটি কার?
~ লর্ড এ্যাকটন।
“ইতিহাস হচ্ছে ঐতিহাসিক ও তার তথ্যের মধ্যে এক ধরণের বোঝাপড়া এবং বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ” -উক্তিটি কার?
~ অধ্যাপক এডওয়ার্ড হেলেটকার।
‘The Spirit of Laws’ গ্রন্থটির লেখক কে?
~ মন্টেস্কু
আরও পড়ুন:
বাংলার ইতিহাস (আদিকাল হতে 1204 খ্রি. পর্যন্ত)
দক্ষিণ এশিয়ার ইতিহাস (1526 খ্রি. পর্যন্ত)