স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস

শেয়ার করুন

স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস

বাংলাদেশের সাংবিধানিক নাম লিখ।

~ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টর ছিল?

~ 2 নং সেক্টর।

বঙ্গ নামের উল্লেখ সর্বপ্রথম কোন গ্রন্থে পাওয়া যায়?

~ ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে।

বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কী?

~ তাজিং ডং (বিজয়)।

পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিশেছে?

~ চাঁদপুরে।

ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়?
বাংলার ভূ-ভাগকে কয়টি ভাগে ভাগ করা যায়?

~ তিনটি।

বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?

~ কর্কটক্রান্তি রেখা।

বাঙালি জাতি গঠনে কোন জাতিগোষ্ঠীর ভূমিকা বেশি?
বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?

~ অস্ট্রিক।

বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী?

~ মেঘনা।

বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শনের নাম কী?
বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কী?

~ চর্যাপদ।

বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে?

~ মাগধী প্রাকৃত থেকে।

আরও পড়ুন: ইতিহাস পরিচিত

অখণ্ড বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

~ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে?
অখণ্ড বাংলা আন্দোলনের উদ্যোক্তা কে?

~ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শরৎ বসু।

কোন আইন দ্বারা 1947 সালে ভারত বিভক্ত হয়েছিল?

~ 1947 সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা।

ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়?
ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়?

~ 1947 সালের 18 জুলাই।

‘বঙ্গভঙ্গ’ কখন হয়?

~ 1905 সালে।

কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়?

~ 1911 সালে।

বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলার গভর্নর হয় কে?

~ ব্যামফিল্ড ফুলার।

পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

~ খাজা নাজিমুদ্দীন।

পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

~ স্যার ফ্রেডারিক চালমার্স বোর্ন (1947-1950)।

দ্বিজাতী তত্ত্বের প্রবক্তা কে?
‘দ্বি-জাতি তত্ত্বের’ প্রবর্তক কে?

~ মোহাম্মদ আলী জিন্নাহ।

‘লাহোর প্রস্তাব’ উত্থাপিত হয় কত সালে?

~ 1940 সালের 23 মার্চ।

‘লাহোর প্রস্তাব’ কে উত্থাপন করেন?
লাহোর প্রস্তাবের উত্থাপক কে?

~ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে?

~ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

কখন পাকিস্তান স্বাধীন হয়?

~ 1947 সালের 14 আগস্ট।

আওয়ামী মুসলিম লীগ কবে গঠিত হয়?

~ 1949 সালের 23 জুন।

আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

~ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারী কে ছিলেন?

~ শামসুল হক।

আরও পড়ুন: বাংলার ইতিহাস (আদিকাল হতে 1204 খ্রি. পর্যন্ত)

কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিশ’ গঠিত হয়?

~ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে।

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?

~ 1 অক্টোবর 1947 সালে (সম্প্রসারণ বা পুনঃগঠন 2 মার্চ 1948 সালে)।

ভাষা আন্দোলনের দু’জন শহীদের নাম লিখ।

~ আবুল বরকত ও আব্দুস সালাম।

কত সালের সংবিধানে বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে?
কখন সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?

~ 1956 সালে সংবিধানে।

1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ব্যাপক সাফল্য কিসের ভিত্তিতে হয়?

~ 21 দফার ভিত্তিতে।

1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?

~ নৌকা।

1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে?

~ 21 দফা।

যুক্তফ্রন্টে কতটি রাজনৈতিক দল যোগ দেয়?

~ 4 টি।

পাকিস্তানে প্রথম কবে সামরিক শাসন জারি করা হয়?
পাকিস্তানে প্রথম সামরিক আইন কত সালে জারি করা হয়?

~ 1958 সালের 7 অক্টোবর।

কে সর্বপ্রথম পাকিস্তানে সামরিক শাসন জারি করেন?

~ প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা।

পূর্ব বাংলা কখন পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে?

~ 1956 সালে।

PODO -এর পূর্ণরূপ কী?

~ Public Officer Disqualification Order.

EBDO-এর পূর্ণরূপ কী?

~ Elective Bodies Disqualification Order.

‘মৌলিক গণতন্ত্র আদেশ’ কবে জারি করা হয়?

~ 1959 সালে।

‘মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ’ কে জারি করেন?

~ প্রেসিডেন্ট আইয়ুব খান।

মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কত জনের?
মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল?

~ 80,000 জনের।

ছয়দফা কর্মসূচি কে পেশ করেন?

~ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

কোথায় ঐতিহাসিক ছয়দফা ঘোষণা করা হয়?

~ লাহোরে।

ঐতিহাসিক 6 দফা দাবি কবে ঘোষণা করা হয়?

~ 5-6 ফেব্রুয়ারি, 1966 সালে।

কোন কর্মসূচি ‘বাঙালির ম্যাগনাকার্টা’ নামে পরিচিত?
কোন দাবিকে বাংলার ম্যাগনাকার্টা বলা হয়?

~ 6 দফা দাবি।

আগরতলা ষড়যন্ত্র মামলায় কত জনকে আসামি করা হয়েছিল?
আগরতলা মামলায় কতজন অভিযুক্ত ছিলেন?

~ 35 জন।

আরও পড়ুন: দক্ষিণ এশিয়ার ইতিহাস (1526 খ্রি. পর্যন্ত)

শেখ মুজিবুর রহমানকে কবে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

~ 1969 সালের 23 ফেব্রুয়ারিতে।

1969 সালের গণঅভ্যুত্থানে দু’জন শহীদের নাম লিখ?

~ আসাদুজ্জামান ও অধ্যাপক শামসুজ্জোহা।

ড. শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

~ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।

শেখ মুজিবুর রহমানকে কে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন?

~ তোফায়েল আহমেদ।

LFO -এর পূর্ণরূপ কী?

~ Legal Framework Order.

বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়?

~ 1971 সালের 2 মার্চ।

বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?

~ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়।

বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?

~ আ.স.ম. আব্দুর রব।

কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়?

~ 25 মার্চ।

25 মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?

~ অপারেশন সার্চলাইট।

আরও পড়ুন: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (1258 পর্যন্ত)

মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?

~ মেহেরপুর জেলার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আমবাগানে ।

মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান কে পরিচালনা করেন?

~ অধ্যাপক এম. ইউসুফ আলী।

1971 সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

~ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
1971 সালের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

~ তাজউদ্দিন আহমেদ।

মুজিবনগর সরকার কখন ঢাকায় প্রত্যাবর্তন করেছিল?

~ 22 ডিসেম্বর 1972 সালে।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

~ 11 টি।

মুক্তিযুদ্ধের কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন?

~ 7 জন।

মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?

~ বীরশ্রেষ্ঠ।

ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

~ 6 ডিসেম্বর 1971 সালে।

বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?

~ ভারত।

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

~ সেনেগাল।

কত তারিখে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন?

~ 10 জানুয়ারি 1972 সালে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়?
বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে?

~ 16 ডিসেম্বর 1972 সাল থেকে।

‘বাকশাল’ -এর পূর্ণরূপ কী?

~ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ।

কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

~ 1974 সালের 17 সেপ্টেম্বর।

কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন?

~ 1974 সালের 25 সেপ্টেম্বর।

বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন?

~ 1975 সালের 15 আগস্ট।

আরও পড়ুন:

ইতিহাস পরিচিত

বাংলার ইতিহাস (আদিকাল হতে 1204 খ্রি. পর্যন্ত)

দক্ষিণ এশিয়ার ইতিহাস (1526 খ্রি. পর্যন্ত)

ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (1258 পর্যন্ত)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top