মধ্যযুগের সভ্যতার ইতিহাস

শেয়ার করুন

 

প্রশ্ন: ইউরোপে মধ্যযুগ শুরু হয় কখন?

বা, কখন থেকে মধ্যযুগের শুরু হয়?

বা, ইউরোপে মধ্যযুগের সূচনা হয় কখন?

উত্তর: 476 খ্রিস্টাব্দে।

প্রশ্ন: কোন ঘটনাকে কেন্দ্র করে ইউরোপে মধ্যযুগ শুরু হয়?

বা, কীভাবে মধ্যযুগের সূচনা হয়?

উত্তর: জার্মান জাতি কর্তৃক রোম সাম্রাজ্যের পতনের মাধ্যমে ইউরোপে মধ্যযুগ শুরু হয়।

প্রশ্ন: পবিত্র রোমান সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: রাজা রোমিউলাস।

প্রশ্ন: মধ্যযুগ শুরু হয় কোন সাম্রাজ্য পতনের মাধ্যমে?

বা, কোন সাম্রাজ্য পতনের মাধ্যমে মধ্যযুগের সূচনা হয়?

উত্তর: রোমান সাম্রাজ্যের পতনের মাধ্যমে।

প্রশ্ন: কনস্টান্টিনোপল কোথায়?

উত্তর: তুরস্কের ইস্তাম্বুলে।

প্রশ্ন: ‘A History of World Civilization’ গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর: জেমস এডগার সোয়াইন।

প্রশ্ন: মধ্যযুগের সময় কাল কত?

বা, মধ্যযুগের সময়কাল উল্লেখ কর?

উত্তর: 476 থেকে 1453 খিস্টাব্দ পর্যন্ত।

প্রশ্ন: রোমান সাম্রাজ্যের পতন শুরু হয় কখন?

উত্তর: 476 খ্রিস্টাব্দে।

প্রশ্ন: পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?

উত্তর: কনস্টান্টিনোপল।

প্রশ্ন: কনস্টান্টিনোপলের পতন হয় কখন?

উত্তর: 1453 সালে।

প্রশ্ন: কত সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়?

বা, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয় কখন?

উত্তর: 476 সালে।

প্রশ্ন: মধ্যযুগীয় দর্শনের প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর: ধর্মীয় নিয়ন্ত্রণ।

প্রশ্ন: খ্রিস্টধর্মের প্রবক্তা ও প্রচারক কে?

উত্তর: যিশুখ্রিষ্ট।

প্রশ্ন: খ্রিস্টধর্মের প্রবর্তক কে?

উত্তর: যিশুখ্রিস্ট।

প্রশ্ন: ‘খ্রিষ্ট’ শব্দের অর্থ কী?

বা, খ্রিস্ট কথাটির অর্থ কী?

উত্তর: ত্রাণকর্তা।

প্রশ্ন: বাইবেল কী?

উত্তর: খ্রিস্টানদের ধর্মগ্রন্থ।

প্রশ্ন: খ্রিস্টধর্মের ধর্মগ্রন্থের নাম কী?

বা, খ্রিস্টান ধর্মগ্রন্থের নাম কী?

উত্তর: বাইবেল।

প্রশ্ন: বাইবেল কয় খণ্ডে বিভক্ত ও কী কী?

বা, বাইবেল কয়ভাগে বিভক্ত?

উত্তর: দুই খণ্ডে বিভক্ত। যথা: 1. Old Testament ও 2. New Testament.

প্রশ্ন: যিশুর জন্ম কোথায়?

বা, যিশুখিস্ট কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: ফিলিস্তিনের বেথেলহেমে।

প্রশ্ন: সেন্ট পিটার কে ছিলেন?

উত্তর: যিশুখ্রিষ্টের প্রধান সহচরদের একজন।

প্রশ্ন: খ্রিস্টধর্মের সর্বোচ্চ গুরু কে?

বা, খ্রিস্টানদের ধর্মীয় প্রধানের পদবি কী?

বা, খ্রিষ্ট জগতের প্রধান ধর্মগুরুর নাম কী ছিল?

উত্তর: পোপ।

প্রশ্ন: ‘The Religion of Man’ -এর লেখক কে?

উত্তর: Huston Smith. / সেন্ট অগাস্টিন।

প্রশ্ন: কোন রোমান সম্রাট প্রথম খ্রিষ্টধর্ম গ্রহণ করেন?

উত্তর: কন্সটানটাইন।

প্রশ্ন: কনস্টান্টাইন কে ছিলেন?

বা, খ্রিষ্ট কনস্টান্টাইন কে ছিলেন?

উত্তর: রোমান সম্রাট।

প্রশ্ন: রোমিউলাস অগাস্টুলাস কে ছিলেন?

উত্তর: শেষ রোমান সম্রাট।

প্রশ্ন: সর্বশেষ রোমান সম্রাট কে ছিলেন?

উত্তর: রোমিউলাস অগাস্টুলাস।

প্রশ্ন: Feudum শব্দের অর্থ কী?

উত্তর: জমি বা ক্ষুদ্র জমি।

প্রশ্ন: কোন শব্দ থেকে Feudalism শব্দের উৎপত্তি হয়েছে?

উত্তর: ল্যাটিন শব্দ Feudum থেকে।

প্রশ্ন: ‘ফিফ’ (Fief) শব্দের অর্থ কী?

উত্তর: ক্ষুদ্র জমি।

প্রশ্ন: ফিফ কী?

বা, ম্যানর প্রথায় ফিফ কী?

উত্তর: লর্ডের নিকট থেকে বেতনের পরিবর্তে প্রাপ্ত জমি।

প্রশ্ন: সামন্ত প্রথার চারণভূমি ছিল কোথায়?

বা, সামন্ত প্রথার চারণভূমি নামে খ্যাত কোন দেশ?

উত্তর: ফ্রান্স।

প্রশ্ন: সেন্ট অগাস্টিন কে ছিলেন?

উত্তর: একজন ধর্মযাজক।

প্রশ্ন: সামন্তদের মূল ভিত্তি কী?

বা, সামন্ততন্ত্র মূলত কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল?

উত্তর: জমি।

প্রশ্ন: সামন্তযুগের কৃষকগণ কী কী ভাগে বিভক্ত ছিল?

উত্তর: সার্ফ, ভিলেইন, ক্রফটার, কটার।

প্রশ্ন: সামন্ত প্রথায় চাষীরা কী নামে পরিচিত ছিল?

উত্তর: সার্ফ।/ সার্ফ, ভিলেইন, ক্রফটার, কটার।

প্রশ্ন: Tithe (টাইথ) কী?

বা, ‘টাইথ’ কী?

উত্তর: এক প্রকার ধর্মীয় কর।

প্রশ্ন: টেইলি কী?

উত্তর: উৎপাদিত ফসলের কর।

প্রশ্ন: কর্ভি কী?

বা, কর্ভি বলতে কী বুঝায়?

উত্তর: বিনা পারিশ্রমিকে শ্রম প্রদান।

প্রশ্ন: ভিলিয়েন-সার্ফ কারা?

উত্তর: নিজেদের থেকে অপেক্ষাকৃত ধনী ও বড় কৃষকের আজ্ঞাবহ কৃষকই ভিলিয়েন সার্ফ।

প্রশ্ন: কে মুসলিম বাহিনীকে ফ্রাঙ্ক রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন?

উত্তর: প্যালেসের মেয়র চার্রস মার্টল।

প্রশ্ন: ‘The City of God’ গ্রন্থটি কে রচনা করেন?

বা, ‘দি সিটি অব গড’ গ্রন্থের লেখক কে?

উত্তর: সেন্ট অগাস্টিন।

প্রশ্ন: সার্ফ কারা?

বা, সার্ফ কাদেরকে বলা হতো?

উত্তর: ক্ষুদ্র কৃষকদের বা ভূমিদাসদের সার্ফ বলা হতো।

প্রশ্ন: সামন্ত প্রথার প্রধান কে ছিলেন?

উত্তর: রাজা।

প্রশ্ন: ‘হোমেজ’ বলতে কী বুঝায়?

উত্তর: লর্ডদের প্রতি ভ্যাসালদের আনুগত্য প্রকাশের একটি প্রথা।

প্রশ্ন: ভ্যাসাল (vassal) কারা?

উত্তর: লর্ডের নিকট থেকে জমি গ্রহণকারী ছোট জমিদার বা কৃষককে ভ্যাসাল বলা হতো।

প্রশ্ন: প্রেশটেশন কী?

উত্তর: আপ্যায়ন করা।

প্রশ্ন: ভিলেইন কী?

উত্তর: সামন্তপ্রভুর ‍নিয়ন্ত্রণাধীন সমুদয় ভূসম্পত্তিকে ভিলেইন বলা হতো।

প্রশ্ন: প্যাট্রোসিনিয়াম প্রথা কী?

উত্তর: সামন্তবাদের সূচনাকারী এবং প্রায় সামন্তবাদের মত এক প্রথা।

প্রশ্ন: ম্যানর কী?

বা, ম্যানর প্রথা কী?

উত্তর: সামন্তযুগের একটি কৃষিভিত্তিক সংগঠন। / গ্রামভিত্তিক স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা।

প্রশ্ন: ম্যানর প্রথার সর্বোচ্চ ক্ষমতাবান কর্মকর্তার নাম কী?

উত্তর: স্টুয়ার্ড।

প্রশ্ন: কোন প্রথাকে সামন্ত প্রথার পুষ্প বলা হয়?

উত্তর: শিভ্যালরী।

প্রশ্ন: ম্যানর প্রশাসন পরিচালনার জন্য লর্ড কাদেরকে নিয়োগ করতেন?

উত্তর: প্রশাসনিক কর্মকর্তা। / স্টুয়ার্ড বাইলিফদের।

প্রশ্ন: ‘রোমান ভিলা’ কী?

উত্তর: ম্যানর প্রথার উৎস।

প্রশ্ন: ম্যানরের আদালত পরিচালনা করতেন কে?

উত্তর: স্টুয়ার্ড।

প্রশ্ন: শিভ্যালরী কী?

বা, শিভ্যালরী বলতে কী বোঝায়?

উত্তর: সামন্ত প্রথার সাথে সম্পৃক্ত একটি সামরিক প্রতিষ্ঠান।

প্রশ্ন: শিভ্যালরী শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে?

উত্তর: ফ্রেঞ্চ শব্দ Cheval থেকে।

প্রশ্ন: নাইট কাদেরকে বলা হয়?

উত্তর: সর্বনিম্ন পর্যায়ে যে ভূস্বামী জমি পেতেন তাকে নাইট বলা হতো। / শিভ্যালরী নামক সামরিক প্রতিষ্ঠানের সদস্যদের নাইট বলা হতো।

প্রশ্ন: নাইটদের কর্তব্য কী ছিল?

উত্তর: সামন্তপ্রভুদের নিরাপত্তা রক্ষা করা ও যুদ্ধ করা।

প্রশ্ন: ‘নাইটদের টুর্নামেন্টের’ পুরস্কার বিতরণ করতেন কে?

উত্তর: অভিজাত মহিলারা।

প্রশ্ন: Monk শব্দটির উৎপত্তি কোথা থেকে?

বা, Monk শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তর: গ্রিক শব্দ Monakos থেকে।

প্রশ্ন: সন্ন্যাসবাদের পর্যায় কয়টি?

উত্তর: 2 টি।

প্রশ্ন: Monks কাদের বলা হতো?

উত্তর: ধর্মীয় প্রেরণায় সংসারত্যাগী ও কৃচ্ছতা সাধনকারী সন্ন্যাসীদেরকে Monks বলা হতো।

প্রশ্ন: প্রাদেশিক চার্চের প্রধান কে ছিলেন?

উত্তর: আর্চ বিশপ।

প্রশ্ন: সেন্ট বেসিল কে ছিলেন?

উত্তর: ইতালির একজন বিশপ।

প্রশ্ন: পোপ শব্দের উৎপত্তি কোথা থেকে?

বা, ‘পোপ’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?

উত্তর: গ্রিক শব্দ Papa থেকে।

প্রশ্ন: পোপ শব্দের অর্থ কী?

উত্তর: ধর্মযাজক। / পিতা।

প্রশ্ন: সমগ্র রোমান সাম্রাজ্যে কয়টি প্যাট্রিয়ার্কেট ছিল?

বা, সমগ্র রোমান সাম্রাজ্যে কয়টি প্যাট্রিয়ার্কেটে বিভক্ত ছিল?

উত্তর: 5 টি।

প্রশ্ন: সেন্ট পিটার গির্জা কোথায় অবস্থিত?

উত্তর: ইতালির রোমে।

প্রশ্ন: ইন্ডালজেন্স কী?

উত্তর: পাপ মুক্তি পত্র।

প্রশ্ন: কোন পোপের আমল থেকে পোপ এবং সম্রাটের মধ্যে বিরোধ শুরু হয়?

উত্তর: পোপ সপ্তম গ্রেগরী।

প্রশ্ন: চতুর্থ হেনরী কে ছিলেন?

উত্তর: রোমান সম্রাট। / ফ্রান্সের বুরবোঁ রাজবংশের প্রতিষ্ঠাতা ও রাজা ছিলেন।

প্রশ্ন: কেমব্রিজ শহর কোন দেশে অবস্থিত?

উত্তর: ইংল্যান্ডে।

প্রশ্ন: লন্ডন শহর কোন দেশে অবস্থিত?

উত্তর: ইংল্যান্ডে।

প্রশ্ন: মধ্যযুগের বাজার নিয়ন্ত্রণকারী সংগঠনের নাম কী?

উত্তর: গিল্ড।

প্রশ্ন: সর্বপ্রথম হুন্ডির প্রচলন হয় কোথায়?

বা, সর্বপ্রথম হুন্ডি প্রথার প্রচলন ঘটে হয় কোথায়?

উত্তর: ইতালিতে।

প্রশ্ন: মধ্যযুগে সর্বপ্রথম কোথায় ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে?

উত্তর: ইতালিতে।

প্রশ্ন: মধ্যযুগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংগঠনটির নাম কী?

বা, মধ্যযুগের ব্যবসা বাণিজ্যের উল্লেখযোগ্য সংগঠন কোনটি?

উত্তর: হেনসিয়াটিক লীগ।

প্রশ্ন: ইউরোপে ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠেছিল কিভাবে?

উত্তর: মেলায় অগত মুদ্রা বিনিময়কারীদের মাধ্যমে।

প্রশ্ন: ইউরোপের দুটি প্রধান বাণিজ্য বন্দরের নাম লিখ।

উত্তর: কনস্টান্টিনোপল ও গ্লাসগো।

প্রশ্ন: গিল্ড কোন ধরণের প্রতিষ্ঠান?

উত্তর: ব্যবসায়িক প্রতিষ্ঠান।

প্রশ্ন: হেনসিয়াটিক লীগ (Hanseatic League) প্রতিষ্ঠিত হয় কখন?

বা, কখন হেনসিয়াটিক লীগ প্রতিষ্ঠিত হয়?

উত্তর: তেরো শতকে।

প্রশ্ন: মুদ্রা চালুর সঙ্গে সঙ্গে কোন ব্যবস্থা গড়ে ওঠে?

উত্তর: ব্যাংক ব্যবস্থা।

প্রশ্ন: ‘Third Estate’ বলতে কী বুঝায়?

উত্তর: দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের Third Estate বলে।

প্রশ্ন: কোন বিশ্ববিদ্যালয়কে ইউরোপের শিক্ষক বলা হতো?

উত্তর: বোলোনা বিশ্ববিদ্যালয়কে।

প্রশ্ন: কিসের ফলে ইতালির বিভিন্ন স্থানে চিকিৎসাবিদদের সমাবেশ ঘটেছিল?

উত্তর: ক্রুসেডের ফলে।

প্রশ্ন: কোন বিশ্ববিদ্যালয় আইন শাস্ত্রের জন্য বিখ্যাত?

উত্তর: বোলোনা বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন: কোন বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্বের জন্য বিখ্যাত ছিল?

উত্তর: প্যারিস বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত?

উত্তর: ইংল্যান্ডে।

প্রশ্ন: চিকিৎসাশাস্ত্র শিক্ষা দেয়ার জন্য কোন বিশ্ববিদ্যালয় গড়ে উঠে?

উত্তর: স্যালারনো বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন: ‘ট্রিভিয়াম’ কী?

উত্তর: মধ্যযুগে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম।

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top