বাংলার ইতিহাস (আদিকাল হতে 1204 খ্রি. পর্যন্ত)

শেয়ার করুন

বাংলার ইতিহাস (আদিকাল হতে 1204 খ্রি. পর্যন্ত)

বাংলাকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় কেন?

~ নদী বাহিত পলি মাটি দ্বারা সৃষ্ট বাংলাদেশের আয়তন বাংলা বর্ণমালার ‘ব’ এর মতো তাই একে ব-দ্বীপ বলা হয় এবং এতো বড় ব-দ্বীপ পৃথিবীতে আর নেই বলে বাংলাকে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বলা হয়।

বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতির?

~ নাতিশীতোষ্ণ।

বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় সর্বপ্রথম কোন গ্রন্থে?

~ ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে।

পুণ্ড্র নগর কোথায় অবস্থিত?

~ বগুড়া জেলার মহাস্থানগড়ে।

গঙ্গরিডই জাতি কারা?

~ প্রাচীন বাংলার এক পরাক্রমশালী জাতি (খ্রিস্টপূর্ব প্রথম ও দ্বিতীয় শতাব্দী সময়ের)।

মেঘনা পূর্ববর্তী অঞ্চল কোন নামে পরিচিত ছিল?

~ সমতট।

বাংলার ভূ-প্রকৃতিতে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?

~ নদীমাতৃকতা।

প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি?
পাল ও সেন যুগের বিখ্যাত বন্দরটির নাম কী?

~ তাম্রলিপ্তি।

পাণ্ডু রাজার ঢিবি কোথায়?

~ ভারতের পশ্চিম বাংলার বর্ধমান জেলায়।

আরও পড়ুন: ইতিহাস পরিচিত

হরিকেলের রাজধানীর নাম কী ছিল?

~ শ্রীহট্ট বর্তমান সিলেট।

সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝায়?
‘সমতট’ জনপদটির বর্তমান নাম উল্লেখ কর।

~ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল।

হরিকেল জনপদের বর্তমান নাম কী?

~ সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল।

সোমপুর বিহার কোথায় অবস্থিত?

~ নওগাঁ জেলার পাহাড়পুরে।

চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কী?(গুপ্তযুগের)

~ পাটালীপুত্র।

চন্দ্র বংশের রাজারা বাংলার কোন অংশ শাসন করতেন?

~ দক্ষিণ-পূর্ব অঞ্চল।

প্রাচীন বাংলার ইতিহাসের উৎসমূহ কী কী?

~ দলিলপত্র, শিলালিপি, তাম্রশাসন, জীবনীগ্রন্থ, চুক্তিপত্র, পুস্তক, দিনলিপি, মুর্তি, হাড়গোড়, যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র, সৌধমালা, মুদ্রা, আসবাবপত্র ইত্যাদি।

ইতিহাসের অলিখিত উপাদানগুলো কী কী?

~ মুর্তি, জীবাষ্ম, হাড়গোড়, যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র, সৌধমালা, মুদ্রা, আসবাবপত্র ইত্যাদি।

ইতিহাসের লিখিত উপাদানগুলো কী কী?

~ পান্ডুলিপি, চুক্তিপত্র, দিনলিপি, জীবনীগ্রন্থ, পুস্তক, তাম্রশাসন, শিলালিপি ইত্যাদি।

পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত?

~ সোমপুর বিহার।

মহাস্থানগড়ে প্রাপ্ত শিলালিপি কোন বংশের শাসনের প্রমাণ দেয়?
‘মহাস্থান ব্রাহ্মীলিপি’ কোন রাজবংশের সাক্ষ্য বহণ করে?

~ মৌর্য বংশের/ পুণ্ড্র রাজবংশের ।

খালিমপুর তাম্র ফলকটি কোন পাল শাসকের সময় উৎকীর্ণ?

~ সম্রাট ধর্মপালের।

‘হর্ষচরিত’ কে রচনা করেন?

~ বানভট্ট।

প্রাচীন বাংলার প্রাচীনতম লিপি কোনটি?

~ ব্রাহ্মী লিপি।

ইন্ডিকা কী?

~ গ্রীক দূত মেগাস্থিনিস এর লেখা মৌর্যযুগের একটি বিখ্যাত গ্রন্থ।

প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের ঐতিহাসিকদের প্রধানত কোন উপাদানের উপর নির্ভর করতে হয়েছে?

~ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রাচীন সাহিত্যিক গ্রন্থের উপর।

‘দানসাগর’ ও ‘অদ্ভূতসাগর’ গ্রন্থের রচয়িতা কে?

~ বল্লাল সেন।

‘ওয়ারী বটেশ্বর’ কোন জেলায় অবস্থিত?

~ নরসিংদী জেলায়।

আরও পড়ুন: দক্ষিণ এশিয়ার ইতিহাস (1526 খ্রি. পর্যন্ত)

হিউয়েন সাঙ কখন বাংলায় আগমণ করেন?

~ 638 সালে (সপ্তম শতকে)।

হিউয়েন সাঙ কে ছিলেন?

~ চীনা পরিব্রাজক (পর্যটক)।

ফা হিয়েন কে ছিলেরন?

~ চীনা পরিব্রাজক (পর্যটক)।

উদয় সুন্দরীর রচয়িতা কে?
উদয়সুন্দরী চম্পকাব্য কে রচনা করেন?

~ কবি সোডঢল।

‘অর্থশাস্ত্র’ এর রচয়িতা কে?

~ কৌটিল্য।

পুণ্ড্র কী?

~ বাংলার প্রাচীনতম জনপদ।

‘তাম্রলিপি’ কী?

~ প্রাচীন বাংলার ইতিহাসের উৎস (তামার পাতে উৎকীর্ণ লেখা)।

‘তাবাকাৎ-ই-নাসিরী’-গ্রন্থের রচয়িতা কে?

~ মিনহাজ-উস-সিরাজ।

সন্ধাকর নন্দী রচিত ঐতিহাসিক গ্রন্থটির নাম কী?

~ রাম চরিত।

মেহেরাওয়ালী স্তম্ভলিপি কোথায়?

~ দিল্লিতে।

‘রাজতরঙ্গিনী’ -গ্রন্থের রচয়িতা কে?

~ কলহন।

বাংলায় কোন যুগের মুদ্রা এ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই?

~ সেন যুগের।

চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন?

~ মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।

কোন গণিতশাস্ত্রবিদ ‘0’ আবিষ্কার করেন?

~ আর্যভট্ট।

আলেকজান্ডারের সেনাপতির নাম কী ছিল?

~ সেলিউকাস।

মৌর্য শাসনাধীন বাংলার রাজধানী কোথায় ছিল?

~ মহাস্থানগড়/ পুণ্ড্র নগর।

রঘুবংশ কাব্যের রচয়িতা কে?

~ কালিদাস।

আরও পড়ুন: স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস

গুপ্ত যুগের শ্রেষ্ঠ গণিত শাস্ত্রবিদের নাম কী?

~ আর্যভট্ট।

কোন গুপ্ত শাসক ‘শকারী’ উপাধি গ্রহণ করেন?

~ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?

~ সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন।

গুপ্ত যুগের শ্রেষ্ঠ জ্যোতির্বিদের নাম কী?

~ আর্যভট্ট।

গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে?

~ শ্রী গুপ্ত।

গুপ্তদের আদি বাসস্থান কোথায়?

~ বাংলায় (মগধে)।

গুপ্ত যুগে প্রদেশকে কী বলা হতো?

~ ভুক্তি।

ভারতীয় নেপোলিয়ন বলা হয় কাকে?

~ সমুদ্রগুপ্তকে।

শশাঙ্কের রাজধানীর নাম কী?
গৌড়ের রাজধানীর নাম কী?

~ কর্ণসুবর্ণ।

প্রাচীন বাংলার সার্বভৌম রাজা কে?
বাংলার প্রথম স্বাধীন নরপতি কে?

~ শশাঙ্ক।

‘শ্রী মহাসামন্ত শশাঙ্ক’ এই নামটি কোথায় খোদিত হয়েছে?

~ প্রাচীন রোহিতেশ্বর গিরিগাত্রের একটি সিলে।

শশাঙ্কের মৃত্যুর কত বছর পর হিউয়েন সাং বাংলায় আসেন?

~ এক বছর পর (638খ্রি.)।

গোপালের পিতার নাম কী?

~ বপ্যট।

বাংলায় পাল শাসনের প্রতিষ্ঠাতার নাম কী?

~ গোপাল।

‘মাৎসন্যায়’ শব্দের অর্থ কী?

~ আইন বিবর্জিত রাষ্ট্র, অরাজকতা, বিশৃঙ্খলা।

‘মাৎসন্যায়’ শব্দটি কোন ভাষার?

~ সংস্কৃত।

খালিমপুর তাম্রলিপি থেকে কী জানা যায়?

~ গোপালের পরিচয় জানা যায়।

‘খালিমপুর তাম্রলিপি’ উৎকীর্ণ করেন?

~ সম্রাট ধর্মপাল।

বাংলার প্রকৃতিপুঞ্জ কী?

~ বাংলার নেতৃস্থানীয় জনগণ।

পাল শাসক গোপালের পিতামহের নাম কী?

~ দয়িতবিষ্ণু।

বিক্রমশীলা বিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়?

~ সম্রাট ধর্মপালের।

দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন?

~ উমাপতিধর (রাজা লক্ষ্মণ সেনের মন্ত্রী)

উত্তরাপথ স্বামী বলা হয় কাকে?

~ সম্রাট ধর্মপালকে।

পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?

~ প্রথম মহিপালকে।

বরেন্দ্রের ঘটনা জানা যায় কোন গ্রন্থে?
‘বরেন্দ্র বিদ্রোহ’ সম্পর্কে জানার প্রধান উৎস কী?

~ রামচরিত গ্রন্থে।

‘রামচরিত’ রচনা করেন?

~ সন্ধাকর নন্দী।

সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?

~ সম্রাট ধর্মপাল।

পাল বংশের শেষ ‘মুকুট মণি’ কে?

~ রাম পাল।

বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেলেন কে?

~ কৈবর্ত নেতা দিব্য।

কৈবর্ত নায়ক কে ছিলেন?

~ দিব্য।

কৈবর্ত অর্থ কী?

~ জেলে বা মৎস্যজীবী।

কোন কোন রাজবংশের মধ্যে ‘ত্রিপক্ষীয় সংঘর্ষ’ সংঘটিত হয় তাদের নাম লিখ?

~ গুর্জর প্রতিহার বংশ, রাষ্ট্রকূট বংশ ও পাল বংশ

পাল শাসকরা কোন ধর্মের অনুসারী ছিলেন?

~ বৌদ্ধ ধর্মের।

পালদের পিতৃভূমি কোন অঞ্চলে ছিল?

~ বরেন্দ্র অঞ্চলে।

দেব বংশের প্রতিষ্ঠাতা কে?

~ শ্রী শান্তিদেব।

দেব বংশের উদ্ভব হয় কখন?

~ অষ্টম শতাব্দীর প্রথম ভাগে।

আরও পড়ুন: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (1258 পর্যন্ত)

চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা কে?

~ পূর্ণচন্দ্র পাল।

চন্দ্র বংশের সার্বভৌম রাজা কে ছিলেন?

~ রাজ ত্রৈলোক্য চন্দ্র।

চন্দ্র বংশের রাজারা বাংলার কোন অঞ্চল শাসন করতেন?

~ বাংলার দক্ষিণ ও পূর্ব অঞ্চল।

সেনদের আদি নিবাস কোথায় ছিল?

~ দাক্ষিণাত্যের কর্নাটকে।

সেন বংশের প্রতিষ্ঠাতা কে?

~ হেমন্ত সেন।

কোন মুসলিম বিজেতা নদীয়া আক্রমণ করেন?

~ বখতিয়ার খলজি।

বল্লাল চরিত গ্রন্থের রচয়িতা কে?

~ আনন্দ ভট্ট।

সেন বংশের শেষ শাসক কে ছিলেন?

~ লক্ষ্মণ সেন।

লক্ষ্মণ সেনের সভাকবি কে?

~ উমাপতিধর, জয়দেব, ধোয়ী, শরণ, গোবর্ধন আচার্য।

বখতিয়ার খলজি কোন পথে নদীয়া আক্রমণ করেন?

~ ঝাড়খণ্ডের গহীন অরণ্যময় পথে।

জয়দেব কে ছিলেন?

~ লক্ষণ সেনের সভাকবি।

আরও পড়ুন:

ইতিহাস পরিচিত

দক্ষিণ এশিয়ার ইতিহাস (1526 খ্রি. পর্যন্ত)

স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস

ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (1258 পর্যন্ত)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top