পশ্চিম এশিয়ার ইতিহাস
সম্রাট আলেকজান্ডার কখন মিশর দখল করেন?
~ খ্রিষ্টপূর্ব 332 অব্দে।
অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
~ সুলতান ওসমান।
অটোমান তুর্কিদের আদি বাসস্থান কোথায় ছিল?
~ গোবী মরূভূমি ও ওরাল পর্বতমালার মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চলে।
অটোমান কারা?
~ ওসমানীয় বংশের প্রথম সুলতান ওসমানের বংশধরদেরকেই ওসমানি বা অটোমান বলা হয়।
তুঘরল কে ছিলেন?
~ অটোমান সুলতান ওসমানের পিতা।
সেলজুকদের রাজধানী কোথায় ছিল?
~ তুরস্কের কোনিয়ায়।
অটোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
~ কনস্টান্টিনোপল। (বর্তমান ইস্তাম্বুল)
সুলায়মান কে ছিলেন?
~ অটোমান সাম্রাজ্যের দশম সুলতান।
সুলতান দ্বিতীয় সেলিমের পিতার নাম কী?
~ সুলতান সোলায়মান।
সর্বশ্রেষ্ঠ অটোমান সুলতান কে ছিলেন?
~ সুলতান সোলায়মান।
‘মাতাল সেলিম’ কার উপাধি ছিল?
কোন সুলতান Selim the sot বা মাতাল উপাধি পান?
কাকে ‘Selim the sot’ উপাধি দেওয়া হয়েছিল?
~ সুলতান দ্বিতীয় সেলিম।
ঐতিহাসিক লেপান্টোর যুদ্ধ কবে সংঘটিত হয়?
~ 1571 সালে।
ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো কোন দেশকে?
কোন দেশকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো?
~ তুরস্ক।
ওলুজ পাশা কে ছিলেন? (উলুজ আলী)
~ সুলতান দ্বিতীয় সেলিমের সময়ে তিউনিস বিজয়ের সেনাপতি।
সুকোল্লী কে ছিলেন?
~ সুলতান দ্বিতীয় সেলিমের প্রধান উজির।
2য় সেলিমের উজিরের নাম কী?
~ সুকোল্লি।
ইরাদ-ই-জাদিদ কী?
~ সুলতান তৃতীয় সেলিম প্রতিষ্ঠিত কেন্দ্রীয় কোষাগার।
‘শায়খ-আল-বালাদ’ কে ছিলেন?
‘শায়খ-আল-বালাদ’ কার উপাধি ছিল?
~ ওসমানীয় সাম্রাজ্যের অধীনে মিশরের শাসনকর্তার উপাধি।
কুচুক-কায়নারজির সন্ধি কখন স্বাক্ষরিত হয়?
~ 1744 সালে।
‘কাপিকুলি’ কী?
~ তুরস্কের বেতনভোগী সৈন্যদের কাপিকুলি বলা হতো।
টলেমী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
~ আলেকজান্ডারের সেনাপতি টলেমী।
জেনিসারী কী?
জেনিসারী বাহিনী কী?
~ সুলতান অরখান প্রতিষ্ঠিত অটোমানদের দুর্ধর্ষ সেনাবাহিনী।
মামলুক শব্দের অর্থ কী?
~ ক্রীতদাস।
মামলুক কারা?
~ মামলুক শব্দের অর্থ দাস। মধ্যযুগে মিশর ও ভারতে দীর্ঘকাল ধরে এই মুসলিম দাস শাসকরা শাসন করেছিলেন। যেমন-ভারতের কুতুবউদ্দীন আইবেক।
Convention of London কবে স্বাক্ষরিত হয়?
কনভেনশন অব লন্ডন কবে স্বাক্ষরিত হয়?
~ 1840 সালের 15 জুলাই।
‘তানজিমাত’ শব্দের অর্থ কী?
~ সংস্কার বা পুনর্গঠন।
দিওয়ান আল-ইরাদাত কী?
~ অর্থ ও কোষাগার বিভাগের প্রধানকে দিওয়ান আল-ইরাদাত বলা হয়।
‘তাকভীম-ই-ভিকারী’ কী?
~ একটি সংবাদপত্র।
প্যান ইসলামি আন্দোলনের জনক কে?
~ সৈয়দ জামাল উদ্দীন আফগানী।
প্যান ইসলামি আন্দোলন কে শুরু করেন?
~ দ্বিতীয় আব্দুল হামিদ।
‘ওয়াকফ’ শব্দের অর্থ কী?
~ দান সম্পত্তি (কোন মুসলিম কর্তৃক ধর্মীয় বা দাতব্য কাজের উদ্দেশ্যে সম্পত্তি স্থায়ীভাবে দান করা)।
ক্যাপিচুলেশন কী?
~ বিদেশি নাগরিকদের স্বার্থ রক্ষার্থে তাদের জানমালের দায়িত্ব গ্রহণ করে অটোমান সুলতান যে চুক্তি সম্পাদন করেন তাকে ক্যাপিচুলেশন প্রথা বলে।
মিল্লাত ব্যবস্থা কী?
~ অটোমান সাম্রাজ্যে মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের মানুষদের অটোমান সুলতানগণ ধর্মীয় সম্প্রদায় হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেন। মূলত তাদেরকে আলাদা জাতিসত্তা হিসেবে স্বীকৃতি দানকে মিল্লাত প্রথা বলে।
রোজেটা পাথরে উৎকীর্ণ শিলালিপি কে পাঠোদ্ধার করেন?
~ হামাস ইয়ং ও জাঁ ফ্রাসোয়া শাপেলিয়ন।
সম্রাট নেপোলিয়ান কখন মিশর জয় করেন?
~ 1798 সালে।
লর্ড ক্রোমার কে ছিলেন?
~ মিশরে ব্রিটিশ কনসাল জেনারেল।
তুরস্কের পিটার দি গ্রেট বলা হয় কাকে?
অটোমান সাম্রাজ্যের পিটার দি গ্রেট কে?
~ সুলতান দ্বিতীয় মাহমুদ।
মধ্যযুগের আলেকজান্ডার কাকে বলা হতো?
~ অটোমান সুলতান মুরাদকে।
নেপোলিয়ান কোন দেশের মানুষ ছিলেন?
~ ফ্রান্স।
সুয়েজ খাল কোথায় অবস্থিত?
~ মিশরে।
‘পাশা’ শব্দের অর্থ কী?
~ শাসনকর্তা বা জেলা প্রশাসক।
মিশরের প্রথম খেদিভ কে ছিলেন?
~ ইসমাইল পাশা।
‘খেদিভ’ শব্দের অর্থ কী?
~ স্বাধীন সুলতান।
মিশরে কোন শাসককে ‘অসহিষ্ণু ইউরোপীয়করণবাদী’ বলে অভিহিত করা হয়?
~ খেদিভ ইসমাইল পাশা।
আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
কাকে আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়?
~ মোহাম্মদ আলী পাশাকে।
মাহদী কে ছিলেন?
~ সুদানের বিদ্রোহী নেতা।
ওহাবি আন্দোলনের দাবী কী ছিল?
~ আল্লাহর প্রতি আস্থা স্থাপন, অনৈসলামিক রীতিনীতি দূরীকরণ, পৌত্তলিকতা দূরীকরণ অর্থাৎ ইসলামের পূনর্জাগরণ।
পারস্যের কাজার বংশের প্রতিষ্ঠাতা কে?
ইরানে কাইজার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
~ আগা মোহাম্মদ শাহ।
ইরানের পাহলভি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
~ রেজা শাহ পাহলভি।