দক্ষিণ এশিয়ার ইতিহাস (1757-1857)

শেয়ার করুন

দক্ষিণ এশিয়ার ইতিহাস (1757-1857)

 

ইংরেজরা প্রথম বাণিজ্যকুঠি কোথায় স্থাপন করেন?
ইংরেজরা প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেন কোথায়?

~ সুরাটে।

সিরাজউদ্দৌলা কে ছিলেন?

~ বাংলার শেষ স্বাধীন নবাব।

সিরাজউদ্দৌলা কখন বাংলার নবাব হন?
নবাব সিরাজ-উদ-দৌলা কখন বাংলার নবাব হন?

~ 1756 সালের 10 এপ্রিল।

সিরাজউদ্দৌলার নানার নাম কী?

~ আলীবর্দী খান।

মীর জাফর কে?

~ নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি।

ইউরোপীয়দের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসে?

~ পর্তুগিজরা।

ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন প্রতিষ্ঠিত হয়?

~ 1600 সালে।

দস্তক কী?

~ বাণিজ্যিক ছাড়পত্র।

কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?

~ জব চার্নক।

কে কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখেন?

~ নবাব সিরাজউদ্দৌলা।

পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

~ ভাগীরথী নদী।

নবাব মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন?

~ মুঙ্গেরে।

বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়?
বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

~ 1764 সালে।

বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?

~ নবাব মীর কাসিম।

দেওয়ানি কী?

~ রাজস্ব আদায়ের অধিকার ও রাজস্ব সংক্রান্ত মামলার বিচারের ক্ষমতা।

বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করেন কে?

~ রবার্ট ক্লাইভ।

ইংরেজরা কোন চুক্তির মাধ্যমে দেওয়ানি লাভ করে?

~ এলাহাবাদ চুক্তি।

ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলার দেওয়ানি লাভ করে?

~ 1765 সালে।

ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন?

~ কার্টিয়ার।

বাংলা কত সালে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ সংঘটিত হয়?

~ 1176 সালে।

ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি কত সালে ঘটে?

~ 1770 সালে।

কত সালে ‘রেগুলেটিং এ্যাক্ট’ বা নিয়ন্ত্রণকারী আইন পাস হয়?

~ 1773 সালে।

ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

~ ওয়ারেন হেস্টিংস।

স্যার এলিজা ইম্পে কে ছিলেন?

~ কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি।

কে প্রথম রাজস্ব বোর্ড ও জেলা প্রশাসন গঠন করেন?

~ লর্ড ওয়ারেন হেস্টিংস।

চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

~ লর্ড কর্ণওয়ালিস।

চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়?
চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়?
চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়?

~ 1793 সালে।

‘অধীনতামূলক মিত্রতা’ নীতি কে প্রবর্তন করেন?
ভারতে ‘অধীনতামূলক মিত্রতা’ নীতি প্রবর্তন করেন কে?

~ লর্ড ওয়েলেসলি।

হায়দার আলী কে ছিলেন?

~ মহীশূর রাজ্যের শাসক।

কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় কত সালে?

~ 1774 সালে।

মহীশূরের বাঘ বলা হয় কাকে?

~ টিপু সুলতানকে।

কোন যুদ্ধে টিপু সুলতান মারা যান?

~ চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে।

মাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
মাঙ্গালার সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

~ ব্রিটিশ ও মহীশূরের টিপ সুলতানের মধ্যে।

কে, কত সালে দ্বৈতশাসনের অবসান ঘটান?

~ 1772 সালে, লর্ড ওয়ারেন হেস্টিংস।

ঠগী কারা?

~ ঠগী হলো ভারতবর্ষের এক শ্রেণির বিশেষ দস্যুদল।

‘সতীদাহ’ প্রথা বিলোপ সাধন করেন?

~ লর্ড বেন্টিংক।

সতীদাহ প্রথা কত সালে বাতিল করা হয়?

~ 1829 সালে।

ভারতে পাশ্চাত্য শিক্ষা কে প্রবর্তন করেন?

~ লর্ড বেন্টিংক।

লর্ড ডালহৌসি কী ধরণের শাসক ছিলেন?

~ সাম্রাজ্যবাদী।

ভারতে প্রথম রেল লাইন স্থাপন করেন কে?

~ লর্ড ডালহৌসি।

কোলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কে?

~ রাজা রামমোহন রায়।

ফোর্ট উইলিয়াম দূর্গ কার নামে নির্মিত হয়?

~ ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে।

এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল -এর প্রতিষ্ঠাতা কে?

~ স্যার উইলিয়াম জোনস।

‘মেকলের মিনিট’ কী?

~ লর্ড বেন্টিঙ্ক এর ইংরেজি শিক্ষার স্বপক্ষে লিখিত স্মারকলিপি।

কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন?

~ লর্ড বেন্টিঙ্ক।

সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?

~ দ্বিতীয় বাহাদুর শাহ।

সিপাহী বিদ্রোহের সূচনা করেন কে?

~ মঙ্গল পাণ্ডে।

কে, কোথায় সিপাহী বিদ্রোহের সূচনা করেন?

~ মঙ্গল পাণ্ডে, ব্যারাকপুর সেনানিবাসে।

সিপাহী বিদ্রোহের প্রাক্কালে নতুন প্রবর্তিত রাইফেলের নাম কী?

~ এনফিল্ড রাইফেল।

মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল?

~ রেঙ্গুনে।

মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় সমাহিত করা হয়েছিল?

~ রেঙ্গুনে।

ঝাঁসির রাণীর নাম কী?

~ লক্ষ্মীবাঈ।

1857 সালের বিদ্রোহের পর ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

~ লর্ড ক্যানিং।

তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত?

~ পশ্চিবঙ্গের বারাসাতের নারিকেল বাড়িয়ায়।

ফকির-সন্ন্যাসী আন্দোলনের প্রধান দু’জন নেতার নাম লিখ।

~ ফকির মজনু শাহ ও ভবানী পাঠক।

ভবানী পাঠক কে ছিলেন?

~ ফকির-সন্ন্যাসী আন্দোলনের একজন বিশিষ্ট নেতা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top