দক্ষিণ এশিয়ার ইতিহাস (1526-1757)
‘হুমায়ুননামা’ গ্রন্থের রচয়িতা কে?
~ গুলবদন বেগম।
‘তাবাকাত-ই-আকবরী’ গ্রন্থটির রচয়িতা কে?
~ নিজামউদ্দিন বকশী।
বাবরের ভারত আক্রমণের প্রাক্কালে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিল?
~ দৌলত খান লোদী।
লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?
~ বাহালুল লোদী।
লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?
~ সুলতান ইব্রাহীম লোদী।
‘বাবুর’ কে ছিলেন?
~ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।
সম্রাট বাবরের পূর্ণ নাম কী?
~ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
‘বাবুর’ শব্দের অর্থ কী?
‘বাবর’ শব্দের অর্থ কী?
~ বাঘ।
বাবরের পিতার নাম কী?
~ ওমর শেখ মির্জা।
বাবুরের রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
বাবরের আত্মজীবনীর নাম কী?
~ তুজুক-ই-বাবর বা বাবরনামা।
তুজুক-ই-বাবর কী?
~ সম্রাট বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ।
পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
~ বাবর ও ইব্রাহিম লোদী।
‘হুমায়ূন’ শব্দের অর্থ কী?
~ ভাগ্যবান।
হুমায়ুনের পূর্বনাম কী?
~ নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ূন।
শেরশাহের বল্যনাম কী?
~ ফরিদ খাঁ।
শেরশাহের পিতার নাম কী?
~ হাসান শুর।
হুমায়ুন মারা যান কবে?
~ 1556 সালে।
‘কবুলিয়ত ও পাট্টা’ প্রবর্তন করেন কে?
~ শেরশাহ।
‘গ্রান্ড ট্রাঙ্ক রোড’ নির্মাণ করেন কে?
‘গ্রান্ড ট্রাংক রোড’ কে নির্মাণ করেন?
~ শেরশাহ।
শেরশাহকে কোথায় সমাহিত করা হয়?
~ শের শাহ সুরির মাজার, সাসারামে।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
~ 1556 সাল।
আকবরের প্রবর্তিত ধর্মের নাম কী?
~ দ্বীন-ই-ইলাহী।
‘মনসব’ শব্দের অর্থ কী?
মনসব কথার অর্থ কী?
‘মনসবদার’ কথাটির অর্থ কী?
~ পদমর্যাদা।
‘মাহাম আনাগা’ কে ছিলেন?
~ সম্রাট আকবরের ধাত্রী মাতা।
‘আইন-ই-আকবরী’ গ্রন্থটির রচয়িতা কে?
আইন-ই-আকবরীর রচয়িতা কে?
~ আবুল ফজল।
‘আকবরনামা’ গ্রন্থটির রচয়িতা কে?
~ আবুল ফজল।
আবুল ফজল কে ছিলেন?
~ সম্রাট আকবরের সভাকবি।
মানসিংহ কে ছিলেন?
~ আকবরের সেনাপতি।
বৈরাম খানের উপাধি কী ছিল?
~ খান-ই-খানান।
‘টোডরমল’ কে ছিলেন?
~ সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী।
বৈরাম খান কে ছিলেন?
~ সম্রাট আকবরের রাজপ্রতিনিধি।
সম্রাট জাহাঙ্গীরের বাল্যনাম কী?
~ সেলিম।
তুজুক-ই-জাহাঙ্গীরীর রচয়িতা কে?
তুজুক-ই-জাহাঙ্গীর গ্রন্থটি কে রচনা করেন?
~ সম্রাট জাহাঙ্গীর।
সম্রাট জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয়েছে?
জাহাঙ্গীরের সমাধি সৌধটি কোথায়?
~ লাহোরে।
নূরজাহান কে ছিলেন?
~ সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী।
নূরজাহানের পূর্বনাম কী?
~ মেহের-উন-নেসা।
নূরজাহানের পিতার নাম কী?
~ মির্জা গিয়াস বেগ।
শাহজাহান নামের অর্থ কী?
~ পৃথিবীর রাজা।
তাজমহল কে নির্মাণ করেন?
~ সম্রাট শাহজাহান।
তাজমহল কোথায় অবস্থিত?
~ আগ্রার যমুনা নদীর তীরে।
সম্রাট শাহজাহানের কন্যাদ্বয়ের নাম কী?
~ জাহানারা ও রওশন আরা।
তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?
~ ওস্তাদ ঈশা।
দেওয়ান-এ-আম কে নির্মাণ করেন?
~ সম্রাট শাহজাহান।
সম্রাট শাহজাহানের পুত্রদের নাম লিখ।
সম্রাট শাহজাহানের চার পুত্রের নাম লিখ।
~ দারা, সুজা, আওরঙ্গজেব ও মুরাদ।
সম্রাট শাহজাহানকে কোথায় সমাহিত করা হয়েছে?
~ আগ্রার তাজমহলে।
আওরঙ্গজেবের পূর্বনাম কী ছিল?
~ মুহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব।
কোন মুঘল সম্রাটকে ‘জিন্দাপীর’ বলা হয়?
~ সম্রাট আওরঙ্গজেবকে।
শিবাজী কে ছিলেন?
~ মারাঠা নেতা।
শিবাজির উপাধি কী ছিল?
~ ছত্রপতি।
“দাক্ষ্যিণাত্য একই সঙ্গে আওরঙ্গজেবের খ্যাতি ও দেহের সমাধিভূমি ছিল” -উক্তিটি কার?
~ V. A. Smith-এর।
আওরঙ্গজেব কত সালে মৃত্যুবরণ করেন?
~ 1707 সালে।
মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কী ছিল?
~ সুবাদার।
মুঘল প্রশাসনের প্রতিষ্ঠাতা কে?
~ সম্রাট আকবর।
সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন?
~ 2য় বাহাদুর শাহ।
ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে?
ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন কে?
কে ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন?
~ ভাস্কো-দা-গামা।
কোন ইউরোপীয় বণিকদল প্রথম ভারতবর্ষে আসেন?
~ পর্তুগীজ।
চন্দন নগর কোন নদীর তীরে অবস্থিত?
~ হুগলি নদীর।
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে?
~ 1600 সালে।
ওলন্দাজরা কোন দেশ থেকে ভারতে আগমণ করে?
~ নেদারল্যান্ডস থেকে।
নবাব সিরাজ-উদ-দৌলার সময় বাংলার রাজধানী কোথায় ছিল?
~ মুর্শিদাবাদে।
নবাব সিরাজ-উদ-দৌলার পিতার নাম কী?
~ জয়নুদ্দীন আহম্মদ খান।
1757 সাল কেন বিখ্যাত?
~ পলাশী যুদ্ধের কারণে।
আলীনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
~ 9 ফেব্রুয়ারি 1757 সালে।
পলাশির প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত?
~ ভাগীরথী।
কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ফরাসি আধিপত্য নষ্ট হয়?
~ বন্দিবাসের।
কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
~ জব চার্নক।
জোসেফ ডুপ্লে কে ছিলেন?
ডুপ্লে কে ছিলেন?
~ পন্ডিচেরীর ফরাসি শাসনকর্তা।