দক্ষিণ এশিয়ার ইতিহাস (1526 খ্রি. পর্যন্ত)
ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত?
~ ভারত মহাসাগর।
হিমালয় ভারতবর্ষের কোন দিকে অবস্থিত?
~ উত্তর দিকে।
‘হর্ষচরিত’ কে রচনা করেন?
~ বানভট্ট।
সন্ধাকর নন্দী রচিত ঐতিহাসিক গ্রন্থটির নাম কী?
~ রাম চরিত।
‘রাজতরঙ্গিনী’ -গ্রন্থের রচয়িতা কে?
~ কলহন।
‘ইন্ডিকা’ -গ্রন্থের রচয়িতা কে?
~ মেগাস্থিনিস।
সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
~ ভারতের গুজরাটে।
হিউয়েন সাঙ কে ছিলেন?
হিউয়েন সাং কে ছিলেন?
~ চীনা পরিব্রাজক (পর্যটক)।
মহাভারতের রচয়িতা কে?
~ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব (বেদব্যাস)।
রামায়ণের সংকলক কে?
~ কৃত্তিবাস ওঝা।
‘তারিখ-ই-ফিরোজশাহী’ গ্রন্থের লেখক কে?
~ জিয়াউদ্দিন বারানী।
‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের লেখক কে?
~ আল বেরুনী।
‘অর্থশাস্ত্র’ কে রচনা করেন?
~ কৌটিল্য (অপর নাম বিষ্ণুগুপ্ত চানক্য)।
কৌটিল্য কে ছিলেন?
~ চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী।
প্রাচীন ভারতে ব্যবহৃত দুটি লিপির নাম লিখ।
~ ব্রাহ্মী লিপি ও খরোষ্ঠী লিপি।
এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে?
~ হরিসেন (সমুদ্রগুপ্তের সভাকবি)।
মহেঞ্জোদারোর সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি কোনটি?
~ বৃহৎ স্নানাগার।
ভারতের প্রাচীন সভ্যতা কোনটি?
~ সিন্ধু সভ্যতা।
সিন্ধু সভ্যতা অন্য কী নামে পরিচিত?
~ হরপ্পা সভ্যতা।
হরপ্পা ও মহেঞ্জোদারোর অবস্থান কোথায়?
~ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।
হরপ্পা কোন জেলায় অবস্থিত?
~ পাকিস্তানের পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারী জেলায়।
মহেঞ্জোদারো শব্দের অর্থ কী?
~ মৃতের স্তুপ।
আর্যদের প্রাচীনতম সাহিত্যের নাম কী?
~ বেদ।
বেদ কয়টি?
~ চারটি। যথা: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ।
বেদ শব্দের অর্থ কী?
~ জ্ঞান।
বেদ কোন ধরণের গ্রন্থ?
~ ধর্মীয় গ্রন্থ।
সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে?
~ 1921 সালে হরপ্পায় সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়।
সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন?
~ রাখালদাস বন্দোপাধ্যায় (মহেঞ্জোদারো) ও দয়ারাম সাহিনী (হরপ্পা)।
আর্য শব্দের অর্থ কী?
~ বিশ্বস্ত মানুষ। / কৃষিজীবী।
আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
~ ইউরাল পর্বতের দক্ষিণে বর্তমান মধ্য এশিয়া- ইরানে।
আর্যদের মূল পেশা কী?
~ পশুপালন ও কৃষি।
আর্যদের ভাষা কী ছিল?
~ প্রাচীন বৈদিক।
কোন পর্বত ভারতকে দু’ভাগে বিভক্ত করেছে?
~ বিন্ধ্যপর্বত।
কোন লিপিতে ‘ধম্ম’ কথাটির উল্লেখ পাওয়া যায়?
~ সম্রাট অশোকের লিপিতে।
বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে?
~ গৌতম বুদ্ধ।
গৌতম বুদ্ধের পিতা ও মাতার নাম কী?
~ পিতা শুদ্ধোধন ও মাতা মায়া দেবী।
নির্বাণ কী?
~ নির্বাণ হলো- অনন্ত মুক্তি।
জৈন ধর্মের প্রবর্তক কে?
বা জৈন ধর্মের প্রকৃত ও প্রধান স্থাপনকর্তার নাম কী?
~ মহাবীর।
বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কী?
~ ত্রিপিটক।
গৌতম বুদ্ধ কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
~ লুম্বিনী গ্রামে।
প্রাচীন ভারতে কয়টি জনপদ ছিল?
~ 16 টি।
তবাকত-ই-নাসিরী গ্রন্থটি কার রচিত?
~ মিনহাজ-উস-সিরাজ।
তারিখ-ই-ফিরোজশাহী কার রচনা?
~ জিয়াউদ্দিন বারানীর।
ইবনে বতুতা কোন দেশের অধিবাসী?
~ মরক্কোর অধিবাসী।
কুরু জনপদের রাজধানী কোথায় ছিল?
~ ইন্দ্র প্রস্থ।
সেলিউকাস কে ছিলেন?
~ গ্রীক সম্রাট আলেকজান্ডারের সেনাপতি।
দক্ষিণ ভারতের রাজাদের উপাধী কী ছিল?
~ রাজা।
কাকে আলেকজান্ডার তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন?
~ রাজা পুরুকে।
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
~ চন্দ্রগুপ্ত মৌর্য।
অশোক কোন রাজবংশের শাসক ছিলেন?
~ মৌর্য বংশের।
নন্দ বংশের শেষ রাজার নাম কী?
~ ধননন্দ।
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
~ চন্দ্রগুপ্ত মৌর্য।
মেগাস্থিনিস কে ছিলেন?
~ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রীক রাষ্ট্রদূত।
অশোক কখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন?
~ কলিঙ্গ যুদ্ধের পর।
অশোক কোন যুদ্ধে অংশ নিয়েছিলেন?
~ কলিঙ্গ যুদ্ধ।
চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল?
~ পাটালিপুত্র।
পাটনার প্রাচীন নাম কী?
~ পাটালিপুত্র।
মগধের রাজধানীর নাম কী?
~ রাজগৃহ বা রাজগীর।
কুষান বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে?
~ কনিস্ক।
কুষান সম্রাট কনিস্কের রাজধানীর কোথায় ছিল?
~ পুরুষপুর বা পেশোয়ার।
শকাব্দের প্রচলন করেন কোন সম্রাট?
~ কুষান সম্রাট কনিস্ক।
আরও পড়ুন: স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস
গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে?
~ শ্রী গুপ্ত।
হরিসেন কে ছিলেন?
~ সমুদ্রগুপ্তের সভাকবি।
হিউয়েন সাঙ কখন ভারতে আসেন?
~ সপ্তম শতকে।
ভারতীয় নেপোলিয়ন বলা হয় কাকে?
~ সমুদ্রগুপ্তকে।
হর্ষবর্ধন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন?
~ প্রথমে শৈব ধর্ম, পরবর্তীতে বৌদ্ধ ধর্ম।
আরবদের বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিলেন?
~ রাজা দাহির।
তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
~ 1191 সালে।
সবুক্তগীন কে ছিলেন?
~ সুলতান মাহমুদের পিতা।
সুলতান মাহমুদের সবচেয়ে বড় অভিযান ছিল কোনটি?
~ ভারতের সোমনাথ মন্দির অভিযান।
মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেন?
~ সুলতান আলাউদ্দিন খলজি।
দিল্লি সালতানাতের পতন হয় কত খ্রিস্টাব্দে?
~ 1526 খ্রিস্টাব্দে।
তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
~ গিয়াসউদ্দিন তুঘলক।
দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ভারতে মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে?
~ কুতুব উদ্দিন আইবেক।
‘লাখ বক্স’ বলা হয় কাকে?
~ কুতুব উদ্দিন আইবেককে।
সুলতানা রাজিয়া কে?
~ ইলতুৎমিশের কন্যা ও দিল্লি সালতানাতের অধিকর্তা।
দিল্লি সালতানাতের একমাত্র মহিলা সুলতান কে ছিলেন?
~ সুলতানা রাজিয়া।
সুলতানা রাজিয়া কোন বংশের শাসক ছিলেন?
~ দাস বংশের।
ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠায় কাদের অবদান অতুলনীয়?
~ মুহাম্মদ বিন কাশিম-সুলতান মাহমুদ-মুহাম্মদ ঘুরী।
ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেন?
~ মুহম্মদ ঘুরী।
দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে?
~ ইব্রাহিম লোদী।
গাজী মালিক কাকে বলা হয়?
~ গিয়াসউদ্দিন তুঘলককে।
প্রতীক তাম্র মুদ্রার প্রচলন করেন কে?
~ মুহাম্মদ বিন তুঘলক।
মোঘল বংশের প্রতিষ্ঠাতা কে?
~ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
সম্রাট বাবরের পূর্ণ নাম কী?
~ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
কুতুব মিনার কোথায় অবস্থিত?
~ দিল্লীতে।
কুতুব মিনারের নামকরণ হয় কার নামানুসারে?
~ বিখ্যাত সাধক কুতুবউদ্দিন বখতিয়ার ক্বাকীর নামানুসারে।
সুলতান ইলতুৎমিশ কোন বংশের শাসক ছিলেন?
~ দাস বংশের।
সুলতান ইলতুৎমিশ প্রবর্তিত রৌপ্য মুদ্রার নাম কী?
~ তঙ্কা।
আরও পড়ুন: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (1258 পর্যন্ত)
খলজী বংশের প্রতিষ্ঠাতা কে?
~ জালালউদ্দিন খলজী।
মালিক কাফুর কে?
~ সুলতান আলাউদ্দিন খলজীর সেনাপতি।
লোদী বংশের শেষ সুলতান কে?
~ ইব্রাহিম লোদী।
ভারতবর্ষের ‘তোতা পাখি’ কাকে বলা হয়?
~ আমির খসরুকে।
‘কিরান-উস-সাদাইন’ গ্রন্থের রচয়িতা কে?
~ আমির খসরু।
মুহাম্মদ বিন তুঘলক কোথায় রাজধানী স্থানান্তর করেন?
~ দেবগিরিতে।
পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
~ 1526 সালে।
শাহনামা রচনা করেন কে?
~ কবি ফেরদৌসী।
চাচনামা গ্রন্থটি কোন ভাষায় রচিত?
~ ফার্সি ভাষায়। (আরবি ভাষা থেকে অনুবাদ)
খারাজ কী?
~ ইসলামি রাষ্ট্রে বসবাসরত অমুসলিম প্রজাদের নিকট থেকে আদায়কৃত ভূমিকর।
ফিরোজ শাহ তুঘলক কতটি কর বাতিল করেন?
~ 23 টি।
আরও পড়ুন:
বাংলার ইতিহাস (আদিকাল হতে 1204 খ্রি. পর্যন্ত)