ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (1258 পর্যন্ত)

শেয়ার করুন

ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (1258 পর্যন্ত)

‘জাজিরাতুল আরব’ -এর অর্থ কী?

~ আরব উপদ্বীপ।

ইসলাম-পূর্ব যুগে কাবাগৃহে কয়টি মূর্তি ছিল?

~ 360 টি।

প্রাক-ইসলামি আরবের দু’জন প্রসিদ্ধ কবির নাম লিখ।

~ ইমরুল কায়েস ও হারিস।

কোন কবিকে আরবের সেক্সপিয়ার বলা হয়?

~ ইমরুল কায়েসকে।

আরবের বৃহত্তম মরূভূমির নাম লিখ।

~ আল নুফুদ।

কাকে মরুভূমির জাহাজ বলা হয়?
মরুভূমির জাহাজ কী?

~ উট।

‘ওকাজের মেলা’ কোন তারিখে অনুষ্ঠিত হতো?

~ 450 হতে 622 এর মধ্যবর্তী সময়ে প্রতি বছর।

আরবের কোন প্রদেশ খেজুরের জন্য বিখ্যাত?

~ হেজাজ প্রদেশ।

‘আল-মালা’ কী?

~ কুরাইশদের মন্ত্রণা পরিষদ।

বেদুইন কাদেরকে বলা হয়?

~ মরুবাসী আরবদেরকে।

‘সাব-আল-মুয়াল্লাকা’ কী?

~ প্রাক-ইসলামি যুগে কাবার দেয়ালে ঝুলন্ত সাতটি কবিতার সংকলন।

‘আরব’ কোন শব্দ থেকে এসেছে?

~ আরবী আরবাতুন শব্দ থেকে।

গোত্রকে আরবীতে কী বলা হয়?

~ কাবিলা।

‘আইয়ামে জাহেলিয়া’ অর্থ কী?

~ অজ্ঞতার যুগ বা অন্ধকারাচ্ছন্ন যুগ।

আরও পড়ুন: ইতিহাস পরিচিত

মদিনার পূর্ব নাম কী?

~ ইয়াসরিব।

মদিনা সনদ কখন লিখিত হয়?
মদিনা সনদ কবে প্রণীত হয়?

~ 624 খ্রিস্টাব্দে।

মদিনা সনদে কয়টি শর্ত ছিল?

~ 47 টি।

মুহাম্মদ শব্দের অর্থ কী?

~ প্রশংসিত।

মহানবী (সা.) এর উপাধি কী ছিল?

~ আল-আমিন।

‘হাজরে আসওয়া’ কী?

~ কাবা প্রাঙ্গনের একটি কৃষ্ণ পাথর।

পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি?

~ মদিনা সনদ।

হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?

~ 628 সালে।

বিবি খাদিজা কে ছিলেন?

~ হযরত মুহাম্মদ (সা.) এর স্ত্রী।

মুসলমানদের প্রথম কেবলা কোনটি?

~ জেরুজালেম।

আরবের দুটি বেদুইন গোত্রের নাম লিখ।

~ বানু বকর ও বানু তাঘলিব।

বদর যুদ্ধ কত সালে সংঘঠিত হয়?

~ 624 সালে।

বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত?

~ 313 জন।

বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ কী?

~ নাখলার খণ্ড যুদ্ধ।

মেরাজ শব্দের অর্থ কী?

~ ঊর্ধ্ব গমন।

উহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?

~ 700 জন।

খন্দক শব্দের অর্থ কী?

~ পরিখা।

আরও পড়ুন: বাংলার ইতিহাস (আদিকাল হতে 1204 খ্রি. পর্যন্ত)

ইসলামের সর্বপ্রথম মসজিদের নাম কী?

~ মসজিদে কুবা।

হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কোরআনে কী বলে উল্লেখ করা হয়েছে?

~ ফাতহুম মুবিন।

বিদায় হজ্জ্ব কখন হয়?

~ 632 খ্রিস্টাব্দে।

‘হিলফুল ফুজুল’ কে প্রতিষ্ঠা করেন?

~ হযরত মুহাম্মদ (সা.)।

হযরত মুহাম্মদ (সা.) এর প্রথম স্ত্রী কে ছিলেন?

~ খাদিজা (রা.)।

হযরত মুহাম্মদ (সা.) কত সালে এবং কোথায় হিজরত করেন?

~ 622 সালে, মদিনায়।

আল-আকাবায় কয়টি শপথ অনুষ্ঠিত হয়?

~ তিনটি।

মহানবী (সা.) কত খ্রিস্টাব্দে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ গঠন করেন?

~ 595 খ্রিস্টাব্দে।

ইসলামি সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কে?

~ আবু জর আল-গিফারী।

‘খলিফা’ ও ‘খিলাফত’ শব্দের অর্থ কী?

~ ‘খলিফা’ শব্দের অর্থ প্রতিনিধি এবং ‘খিলাফত’ শব্দের অর্থ প্রতিনিধিত্ব।

খোলাফায়ে রাশেদীনের প্রথম খলিফা কে ছিলেন?

~ আবু বকর (রা.)।

মুসায়লামা কে ছিলেন?

~ ভণ্ড নবী।

আবু জর আল-গিফারীকে কোথায় নির্বাসনে পাঠানো হয়?

~ রাবাযা নামক স্থানে।

‘দিওয়ান’ কী?

~ হযরত ওমর (রা.) কর্তৃক প্রতিষ্ঠিত অর্থ দপ্তর।

‘জন্নুরাইন’ কার উপাধি?

~ হযরত ওসমান (রা.) এর উপাধি।

কোন খলিফা মুসলিম বিদ্রোহীদের হাতে শহীদ হন?

~ হযরত ওসমান (রা.)।

আরও পড়ুন: দক্ষিণ এশিয়ার ইতিহাস (1526 খ্রি. পর্যন্ত)

হিজরি সন কে প্রবর্তন করেন?

~ হযরত ওমর (রা.)।

‘সিদ্দিক’ শব্দের অর্থ কী?

~ বিশ্বাসী।

‘জিজিয়া’ কী?

~ মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম প্রজাদের জানমাল রক্ষায় নিরাপত্তা কর।

‘বায়তুল হিকমা’ কে প্রতিষ্ঠা করেন?

~ খলিফা আল মামুন।

মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?

~ বিবি খাদিজা (রা.)।

‘রিদ্দা’ অর্থ কী?

~ স্বধর্ম ত্যাগী।

হযরত ওমর (রা.) কখন মিশর বিজয় করেন?

~ 641 খ্রিস্টাব্দে।

বায়তুল মাল কে প্রতিষ্ঠা করেন?

~ খলিফা হযরত ওমর (রা.)।

ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা কে?

~ হযরত ওমর (রা.)।

হযরত ওমর (রা.) এর হত্যাকারী কে?

~ আবু লুলু ফিরোজ।

খারাজ কী?

~ ইসলামি রাষ্ট্রে বসবাসরত অমুসলিম প্রজাদের নিকট থেকে আদায়কৃত ভূমিকর।

আসাদুল্লাহ শব্দের অর্থ কী?

~ আল্লাহর সিংহ।

কারবালা কোথায়?

~ ইরাকের ফোরাত নদীর তীরে।

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?

~ মুয়াবিয়া।

কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?

~ খলিফা ওমর বিন আব্দুল আজীজকে।

মজলিস-উশ-শুরা বাতিল করেন কে?

~ মুয়াবিয়া।

স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন কে?

~ প্রথম আব্দুর রহমান।

‘খারিজি’ শব্দের অর্থ কী?

~ দলত্যাগী বা বের হওয়া।

আরব নৌবহর গঠন করেন কে?
সর্বপ্রথম মুসলিম নৌবাহিনীর নির্মাতা কে ছিলেন?

~ মুয়াবিয়া (রা.)।

সিফফিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

~ 657 সালে।

উমাইয়া খিলাফত কতজন খলিফার দ্বারা শাসিত হয়েছিল?

~ 14 জন।

দিওয়ান-উল-খাতেম কী?

~ মুয়াবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত রেজিস্ট্রি বিভাগ।

উমাইয়া বংশের শেষ খলিফা কে?

~ দ্বিতীয় মারওয়ান।

খলিফা ওয়ালিদের শাসনকাল লিখ।

~ 705-715 খ্রি.।

নসর বিন সাইয়্যার কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন?

~ খোরাসানের শাসনকর্তা ছিলেন।

টুরস এর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

~ 732 সালে।

কোন আন্দোলন উমাইয়া বংশের পতনকে ত্বরান্বিত করে?

~ আব্বাসীয় আন্দোলন।

আরও পড়ুন: স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস

আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে?

~ আবুল আব্বাস আস-সাফফাহ।

বার্মাকী বংশের প্রতিষ্ঠাতা কে?

~ খালিদ বিন বার্মাকী।

আল-মনসুর অর্থ কী?

~ বিজয়ী।

‘আস-সাফফাহ’ শব্দের অর্থ কী?

~ রক্তপিপাসু।

হালাকু খান কে ছিলেন?

~ মোঙ্গল নেতা।

আরবের বাজপাখি বলা হয় কাকে?

~ আব্দুর রহমান আদ দাখিলকে।

কত সালে বাগদাদের পতন হয়?

~ 1258 সালে।

বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে?

~ খলিফা আল মনসুর।

কুব্বাতুস সাখরা কে নির্মাণ করেন?

~ খলিফা আব্দুল মালিক।

হিট্টিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

~ 1187 সালে।

আইয়ুবী বংশের শেষ শাসক কে?

~ তুরান শাহ।

আতাবেগ কার উপাধি?

~ ইমামুদ্দীন জঙ্গীর।

সালাহউদ্দিন আইয়ুবী কোথায় জন্মগ্রহণ করেন?

~ তিকরিতের এক কুর্দী পরিবারে।

‘ক্রুসেড’ শব্দের অর্থ কী?

~ ধর্মযুদ্ধ।

আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত?

~ জেরুজালেমে।

ইমামুদ্দীন জঙ্গী কে?

~ সিরিয়ার জঙ্গী বংশের প্রতিষ্ঠাতা।

কখন ‘ক্রুসেড’ সমাপ্ত হয়?

~ 1291 খ্রিস্টাব্দে।

পোপ আরবান কে ছিলেন?

~ রোমান ক্যাথলিক গির্জার ধর্মগুরু। তার অহ্বানেই মূলত ক্রুসেড শুরু হয়।

আরও পড়ুন:

ইতিহাস পরিচিত

বাংলার ইতিহাস (আদিকাল হতে 1204 খ্রি. পর্যন্ত)

দক্ষিণ এশিয়ার ইতিহাস (1526 খ্রি. পর্যন্ত)

স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top